সশস্ত্র বন্দুকধারীদের হামলায় উত্তর-পশ্চিম পাকিস্তানে পোলিও টিকাদান ক্যাম্পের দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। পাকিস্তানি তালেবান নামে পরিচিত নিষিদ্ধ ঘোষিত দল তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এর মুখপাত্র মোহাম্মদ খুরাসানি এই হামলার দায় স্বীকার করেছেন।
টিকাদান ক্যাম্পেইনের মুখপাত্র আইমাল খান জানান, খাইবার পাখতুনখোয়া প্রদেশের তাঙ্ক জেলায় এই হামলার ঘটনা ঘটে। এর মাধ্যমে এক মাসের অস্ত্রবিরতির পর আবারও সক্রিয় হল ‘পাকিস্তানি তালেবান’ নামে পরিচিত নিষিদ্ধ ঘোষিত দল তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)।
আল-জাজিরা জানায়, নভেম্বরে আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যস্থতায় পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে টিটিপি। এরপর সরকার এই যুদ্ধবিরতি মানছে না – এমন দাবি করে শুক্রবার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয় তারা।
টিটিপির এই ঘোষণার পরদিনই খাইবার পাখতুনখোয়ার হামলা হল। পুলিশ জানায়, তাঙ্ক জেলার চাড্ডারাহ এলাকায় টিকাকর্মীদের গাড়িতে করে নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় মোটরসাইকেল থেকে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা।
এতে ঘটনাস্থলেই পুলিশের এক সদস্য মারা যান। গুরুতর আহত হন আরেকজন। তবে এ হামলায় টিকাকর্মীদের কেউ হতাহত হননি।