সরকার গঠনে নারীদের যোগ দেওয়ার আহ্বানের দিন আফগানিস্তানে টেলিভিশনের পর্দাতেও দেখা মিলল নারী উপস্থাপিকার।
বিবিসি জানায়, আফগানিস্তানের প্রধান টেলিভিশন চ্যানেল তোলোনিউজের পর্দায় উপস্থাপনায় হিজাব পরা নারী উপস্থাপিকাদের দেখা গেছে। সোমবার তোলোনিউজের সংবাদ প্রধান মিরাকা পোপাল তাদের ছবি শেয়ার করেন টুইটারে। পোস্টে মিরাকা পোপাল উল্লেখ করেন, আজ থেকে নারী উপস্থাপিকারাও থাকছেন আমাদের অনুষ্ঠানে।
এছাড়াও একটি লাইভ অনুষ্ঠানে এক নারী উপস্থাপিকাকে তালেবানের গণমাধ্যম শাখার এক সদস্যের সাক্ষাৎকার নিতে দেখা যায়। রোববার তালেবান রাজধানী কাবুল দখল নেওয়ার পর দীর্ঘক্ষণ দেশটির নিউজ চ্যানেলগুলোতে নারী সংবাদকর্মীদের দেখা যায়নি। এছাড়াও আফগানিস্তানের জাতীয় টেলিভিশন চ্যানেলেও এক পুরুষ উপস্থাপককে তালেবান পতাকার সামনে উপস্থাপনা করতেও দেখা যায়।
১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনামলে আফগানিস্তানে নারীদের ওপর ছিল নানা বিধিনিষেধ। ২০ বছর পর আবারও শরিয়া আইন চালুর ঘোষণা দেওয়ায় শঙ্কায় আছেন দেশটির নারীরা।