আফগানিস্তানে খাদ্য ও স্বাস্থ্য পরিষেবার জন্য স্থগিত তহবিল পুনরায় ব্যবহারের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। বিশ্বব্যাংক জানায়, এই কার্যক্রমের জন্য আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর কাছ থেকে পাওয়া ২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার জাতিসংঘের কাছে স্থানান্তর করতে সম্মত হয়েছে দুপক্ষ।
বিবিসি জানায়, আগস্ট মাসে তালেবান ক্ষমতা দখলের পর এই আর্থিক সহায়তা স্থগিতে ফলে গভীর মানবিক ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয় আফগানিস্তান। তাই বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্কতার পর এই সহায়তা পুনরায় চালু করা হয়।
সম্প্রতি এক সমীক্ষায় ডব্লিউএফপি জানায়, আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি তীব্র অনাহারে রয়েছে। এছাড়াও অপুষ্টিতে ভুগছে তিন লাখ শিশু।
মূলত তালেবান দখলের পর পশ্চিমা দেশগুলির আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ায় অর্থনৈতিক সংকট বেড়েছে। এছাড়াও খরার ফলে দেশটির প্রধান ফসল গমের বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। দামও বেড়েছে আশঙ্কাজনক হারে।
১৫ আগস্ট গনি সরকারের পতনের মাধ্যমে ক্ষমতায় আসে তালেবান। তবে পশ্চিমা দেশগুলো নতুন সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে।
যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলি দেশটির বৈদেশিক রিজার্ভের প্রায় ১ হাজার কোটি ডলার স্থগিত রেখেছে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলও দেশটির তহবিল বন্ধ করে দিয়েছে।