• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে বাঁচলেন ট্রাম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০৭:৪৩ পিএম
অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে বাঁচলেন ট্রাম্প

বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সন্ধ্যায় নিউ অরলিন্সে রিপাবলিকান ন্যাশনাল কমিটির সভায় বক্তব্য রাখতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

ট্রাম্পকে বহনকারী একটি বিমানটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে জরুরি অবতরণে বাধ্য হয়। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে ট্রাম্পের সহকারি কর্মকর্তারা।

মার্কিন গণমাধ্যম পলিটিকো জানায়, নিউ অরলিন্স থেকে ফ্লোরিডা যাওয়ার পথে মেক্সিকো উপসাগর পাড়ি দেয়ার সময় ট্রাম্পকে বহনকারী ফ্যালকন নাইন হান্ড্রেড বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এসময় ট্রাম্পের সঙ্গে তার বেশ কয়েকজন উপদেষ্টা ও গোয়েন্দা কর্মকর্তা বিমানে ছিলেন।

এ অবস্থায় ২০ থেকে ৩০ মিনিট উড্ডয়ন করে বিমানটি। পরে বিমানটি ঘুরিয়ে নিউ অরলিন্স বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন পাইলট। তবে ট্রাম্প ও তার সহযাত্রীরা সবাই অক্ষত আছেন বলে জানা গেছে।

 

Link copied!