অবশেষে খোঁজ মিলল আশরাফ গনির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০৮:৫৪ পিএম
অবশেষে খোঁজ মিলল আশরাফ গনির

দেশ ত্যাগের তিন দিন পর খোঁজ মিলল আফগান প্রেসিডেন্টের আশরাফ গনির। রয়টার্স জানায়, সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন এই নেতা।

এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার পরিবারকে মানবিক দিক বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে।

চার গাড়ি ও হেলিকপ্টার ভর্তি নগদ অর্থ নিয়ে রোববার (১৫ আগস্ট) দেশ ছাড়েন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। তালেবানের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পরই পালিয়ে যান তিনি। 

তবে এই নেতা কোথায় আত্মগোপন করেছেন তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। এমনকি তালেবানও তার খোঁজ করছে বলে জানায় দলটির এক মুখপাত্র।

রোববার সন্ধ্যায় তালেবান সেনারা প্রেসিডেন্ট ভবন দখলের আগেই দেশ ত্যাগ করেন গনি। তাৎক্ষনিকভাবে রয়টার্স জানায়, সীমান্ত পেড়িয়ে প্রতিবেশী দেশ তাজিকিস্তান যাচ্ছেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়য়ের এক কর্মকর্তা তার দেশ ত্যাগের খবর নিশ্চিত করলেও, নিরাপত্তা ঝুঁকির কারণে প্রেসিডেন্টের গন্তব্য কোথায় তা জানাননি। তার সঙ্গে প্রায় ২০০ আফগান কর্মকর্তা রয়েছেন বলে ধারনা করা হচ্ছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!