• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আঁধারে আলোকিত রোদ


মিন্টু সারেং
প্রকাশিত: জুলাই ১২, ২০২৪, ০২:০৫ পিএম
আঁধারে আলোকিত রোদ

কৃষ্ণ মেঘে, পথ চলা শুরু,
তারপর আবছায়া,
দাঁড়ালে দেয়াল ঘেঁষে,
পারোনি টপকাতে,
মিশে গেলে
দেয়ালের সাথে।

তোমার সব অভিনব চাতুর্য,
বিপর্যস্ত পরিমন্ডল জুড়ে,
খেয়ালি বিধি,
বেলাশেষে তুমি যখন
তাকালে দিগন্তপানে,
এক ঝাঁক
অতিথি পাখী মিলে গেল শূন্যে।

বেদনার রক্ত বেঁধেছে,
জমাট কালো দিন, 
শুধু দিন, খেলা আর খেলা,
অনিয়মের বেড়াজালে
আটকে থাকে আনন্দমেলা।

বুক হাঁটা কচ্ছপ সময়
আঁধারকে করেছে প্রলম্বিত,
সূর্যের ঠিকানা কত দুর?
জানেনা তো কেউ!

মঙ্গলের শুভ যাত্রায়,
দেখা হলো, তোমার সাথে,
রাত্রির আকাশ ছিল নির্মেঘ,
ভরা আলোকিত জোৎস্নায়।

যেন আঁধারে আলোকিত রোদ।

Link copied!