(আবদুল মান্নান সৈয়দ স্মরণে)
আমরা তাঁকে কবরস্থ করি না। তার অস্থিত্ব রোপণ করি
মাটির তলায়। যেন তিনি অনন্ত রাতের চৌকাঠ পেরিয়ে
ওঠে আসেন গোলাপ কোরক।
মাটির তলা থেকে জন্ম নেয় ঈশ্বরের ভূমিকা।
বাতাসে হাঁটেন লালন। ছায়াবর্তে প্রজন্মের গান শোনাব বলে
আমরা ওঠে দাঁড়াই। তাঁকে পর্বত চূড়ার গান শোনাই। যেন একজন কবি
সুখ-নিদ্রা যান স্বপ্ন আঁকা পৃথিবীর কবিতায়।