• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কানাই ফুলের নীলাভ আলো


সৈয়দা নাজনীন আখতার
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ১২:২৫ পিএম
কানাই ফুলের নীলাভ আলো

উড়ছে উড়োজাহাজ পিঙ্গল আকাশে, আকাশ তলে
জিরাফের মতো দাঁড়িয়ে আছে আটষট্রি হাজার গ্রাম
তিলের ফুলের চোখে, প্রতিদিন খোঁজে আমাকে উড়োজাহাজের জানালায়
শের আলীর মতো শত শত কৃষক, রহিমুদ্দির মতো শত শত শ্রমিক-
নিড়ানি ও কাস্তে হাতে ডাকছে আমায়
ওদের আহ্বানে সাড়া দিয়ে
কানাই ফুলের নীলাভ আলো হয়ে
স্পর্শ করলাম জন্মভূমি
মিশে গেলাম বনফুলের মিছিলে
গন্তব্য ৩২নম্বর, সেই ৩২নম্বরে,যে ৩২নম্বরে বসবাস করতেন
বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি পরিবার পরিজন নিয়ে
যেখানে তাঁর ভক্ত -শিষ্যের বিচরণ ছিল দিনরাত
এই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে উড়িয়ে ছিলেন পতাকা বাংলার 
সেই অলিন্দে আজ দাঁড়িয়ে তাঁরাই
তাঁদের হাত পতাকাশূন্য,কণ্ঠ নিস্তব্ধ
কেবল তাঁদের বুকের খাঁজে খাঁজে জমাট রক্তের
দানা
ওখানে বইছে অনাচারি হাওয়া,আজদাহা গিলছে বাকবাকুম ভোরকে
আমি সেই রক্তদানা আঁচলে বেঁধে মিশে গেলাম জনতার মিছিলে।

Link copied!