• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

যেভাবে বাংলা ভাষা পেল আন্তর্জাতিক মর্যাদা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২, ০৮:৩২ পিএম
যেভাবে বাংলা ভাষা পেল আন্তর্জাতিক মর্যাদা

দীর্ঘ ৪৭ বছর পর রফিকুল ইসলাম নামের একজন কানাডাপ্রবাসীর একান্ত ও অক্লান্ত প্রচেষ্টায় বায়ান্নর ভাষা আন্দোলনের দিনটি আন্তর্জাতিকভাবে মর্যাদা লাভ করে। ১৭ নভেম্বর, ১৯৯৯ সাল—সেই ঐতিহাসিক দিন।

২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব উত্থাপন করা হয় জাতিসংঘের সাধারণ সভায়। এরপর ১৮৮টি দেশ তাদের নীতিগত সমর্থন জানায়। এ প্রস্তাবে কোনো দেশই কোনো রকম বিরোধিতা করেনি, এমনকি পাকিস্তানও নয়।

সবশেষে সে সভায় সর্বসম্মতিক্রমে ২১শে ফেব্রুয়ারি গৃহীত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। তারপর থেকে জাতীয় পরিসর থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পালিত হতে থাকে দিনটি। এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে নির্মাণ করা হয় শহীদ মিনার। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে এখন শহীদ মিনার ঠাঁই করে নিয়েছে ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা ও ফ্রান্সেও।

Link copied!