• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

আমার শরৎ


শিরীণ আক্তার
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০৩:৩৮ পিএম
আমার শরৎ

মেঘমুক্ত আকাশে হঠাৎ বৃষ্টির মতোই শরতের সাথে আমার পরিচয়
এই মেঘ এই বৃষ্টি এই রোদের খেলায়—
হৃদয়াকাশে কাশবন হয়ে দুলছিল আমার মন।

সাদা মেঘের দেশে নীল সে আকাশ যেন গভীর মহাসমুদ্র
মেঘের অন্তরীপ যেন ভূমধ্যসাগর আর আটলান্টিকের সংযোগস্থল।
আমি ক্যাবো দ্য রোকায় দাঁড়িয়ে পুঞ্জীভূত মেঘের ইগলুতে
কল্পনার রাজপ্রাসাদ গড়ি!
তারই চারপাশ জুড়ে শ্বেত-শুভ্র বর্মে রণাঙ্গনের হাতি-ঘোড়ার ছুটোছুটি

সে কল্পনায় রঙধনুর সাতরঙে ইনুইত সেজে কামুতিকে ঘুরে বেড়াই
রাতের মিটিমিটি তারা যেন সিলের তেলে জ্বলা সন্ধ্যাপ্রদীপ,
আর শরৎশশী যেন ত্রিস্তান ডি কুস্তা,
যার চারপাশ জুড়ে ফেনিল ঢেউয়ে ভেসে চলে আমাদের ভালোবাসার উমিয়াক।

হঠাৎই এক হিমবাহের ধাক্কায়
নীল আকাশ আর মেঘের সেই প্রেমের সাতকাহন—
শরতের একপশলা বৃষ্টির মতো টুপ করে ঝরে ডুবে গেল মহাসাগরের অতলান্তে!

Link copied!