• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

অনর্থক


নীতুল জান্নাত নীতি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৭:১৪ পিএম
অনর্থক

আজন্মের পথে হাঁটবো বলে 
চোখে তখন প্রথম আকাশ,
সে সীমাহীন, অন্তহীন।

নক্ষত্রের পথে হেঁটে গেছিলাম বহু দূর,
বালিশে আঁকা হয় না অভিমানগুলো
এজন্যেই কতদিন, বহুদিন।

তোমার দৃষ্টিতে শান্ত নদী 
আমি সেখানে রোজ দেখি পারাবার বিধ্বংসী,
তারা মিলে যায় ঘুরে ফিরে
চোখের নীড়, গাঢ় নীল।

পথের ভিন্ন রঙ
তুমি সবুজে এবং আমি ধূসর। 
প্রচণ্ড তুষারঝড়ে এবং বর্ষণের মাঝে,
একটি শেষ দিনের এপিটাফ—
ক্ষমাহীন, অমর্ষহীন।

Link copied!