• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সদ্যোজাত শিশুর হঠাৎ জ্বর এলে কী করবেন?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২২, ০১:২৩ পিএম
সদ্যোজাত শিশুর হঠাৎ জ্বর এলে কী করবেন?

মা-বাবার কাছে তার সন্তান সব থেকে মূল্যবান। সন্তানের সুস্বাস্থ্য চিন্তায় সব সময় উদ্বিগ্ন থাকে অভিভাবকেরা। আর সন্তানের শারীরিক ও মানসিক সুস্থতা যাতে বিঘ্নিত না হয়, সেদিকে সচেতন অভিভাবক সর্বদাই নজর রাখেন। 

কিন্তু আপনার সদ্যোজাত সন্তানটির ক্ষেত্রে এই দায়িত্ব আরও হাজার গুণ বেড়ে যায়। যদি হঠাৎ করেই আপনার সদ্যোজাত শিশুটির জ্বর হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যান তাকে। আর সেই সঙ্গে মেনে চলুন কিছু নিয়ম।

চলুন জেনে নেওয়া যাক সদ্যোজাত শিশুর হঠাৎ জ্বর এলে যা করবেন, সে সম্পর্কে।

  • শিশুর বয়স ৬ মাসের কম হলে তাকে বুকের দুধ পান করান। আর যদি তার বয়স ছয় মাসের অধিক হয়, তাহলে তাকে এই সময় অল্প অল্প করে পানি ও তরলজাতীয় খাবার দিতে থাকুন।
  • যদি সর্দি লেগে আপনার শিশুর জ্বর হয়ে থাকে, সে ক্ষেত্রে তার নাকটি ভালো করে পরিষ্কার করে রাখুন। নাহলে শ্বাস নিতে অসুবিধা হতে পারে। আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নাকের ড্রপও ব্যবহার করতে পারেন। এতে অনেকটাই স্বস্তি পাবে সে।
  • বেশি জ্বর থাকলে বা শীত করলে অবশ্যই কম্বল বা গরম কাপড় দিয়ে শিশুকে ঢেকে রাখুন। ঢিলেঢলা জামা পরিয়ে রাখুন তাকে। এতে তাপমাত্রা হ্রাস ঘটবে এবং জ্বর কমে যাওয়ার সম্ভাবনা থাকবে।
  • যদি জ্বরের মাত্রা বাড়তে থাকে তাহলে উষ্ণ গরম পানি দিয়ে তার গা হালকা করে মুছিয়ে দিন। এতে তাপমাত্রা কমে যেতে পারে কিছুটা।
  • অনেক সময় ভ্যাকসিন দেওয়ার কারণেও শিশুর জ্বর হয়। সে ক্ষেত্রে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কিছুটা সময় পর জ্বর কমে যাবে। অবশ্য আপনি একবার ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ করে রাখতে পারেন।
Link copied!