করোনাভাইরাসের বিভিন্ন ধরন বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে। ইতোমধ্যে দেশে করোনাভাইরাসের ল্যাম্বডা ভ্যারিয়েন্টও শনাক্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ল্যাম্বডা ভ্যারিয়েন্টের বেশিরভাগ মিউটেশনের ফলে মূল গঠনের ওপর খুব কম বা একেবারেই কোনও প্রভাব পড়ে না। এমনকি সময়ের সঙ্গে এটি বিলুপ্তও হয়ে যায়। কিন্তু কোনো কোনো মিউটেশন এমনভাবে ঘটে, যা ভাইরাসটিকে টিকে থাকতে এবং বংশবৃদ্ধিতে সহায়তা করে।
বিশ্বের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলোর তথ্য মতে, ২০২০ সালের গ্রীষ্মের সময় পেরুতে ল্যাম্বদা ভাইরাস প্রথম শনাক্ত হয়।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে, ল্যাম্বডা ভ্যারিয়েন্টের কিছু পরিবর্তন রয়েছে। যা এটি ভ্যাকসিন থেকে তৈরি অ্যান্টিবডিগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ভ্যারিয়েন্টের কিছু উপসর্গ রয়েছে। সায়েন্স ফোকাস সম্প্রতি এই ভ্যারিয়েন্টের লক্ষণ সম্পর্কে তথ্য দিয়েছে। তাদের মতে, এর লক্ষণগুলো সাধারণ স্ট্রেনের চেয়ে আলাদা নয়। লক্ষণগুলো হলো-
- বুকে কফ জমে যাওয়া
- উচ্চ তাপমাত্রা
- একটানা কাশি
- গন্ধ বা স্বাদ পরিবর্তন
- শরীরের জয়েন্টে ব্যাথা
- শ্বাস নিতে সমস্যা হওয়া
ল্যাম্বডা ভ্যারিয়েন্টে টিকা কতটা কার্যকর? করোনাভাইরাসে ল্যাম্বডা ভ্যারিয়েন্ট অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে বেশি সংক্রমণযোগ্য কিনা তা স্পষ্ট নয়। এটি আরও মারাত্মক রোগের কারণ কিনা বা স্ট্রেনের কারণে টিকা কম কার্যকর কিনা তাও এখনও প্রমাণিত নয়।
যুক্তরাষ্ট্রে হিউস্টন মেথডিস্টের ডায়াগনস্টিক বায়োলজির মেডিক্যাল ডিরেক্টর ড. এস ওয়েসলি লং বলেন, 'ল্যাম্বডা ভ্যারিয়েন্ট মারাত্মক সংক্রমণযোগ্য নাও হতে পারে। আমি মনে করি, মানুষকে সত্যিই প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে। এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সেরা প্রতিরক্ষা হলো টিকা দেওয়া।'
গবেষণায় দেখা গেছে, ফাইজার, মর্ডানা টিকা দেওয়ার পর শরীর যে অ্যান্টিবডি তৈরি করে তা প্রাথমিক স্ট্রেনের চেয়ে ল্যাম্বড়া ভ্যারিয়েন্টের তুলনায় কম শক্তিশালী। টিকাগুলো এই ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা দিতে সক্ষম।
ল্যাম্বডা ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা পেতে বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি মেনে চলার উপরই বেশি গুরুত্ব দিয়েছেন। টিকা নেওয়ার পরও মানুষকে সতর্ক থাকতে হবে। জনস্বাস্থ্যের নির্দেশিকা অনুসরণ করতে হবে।
মন্টক্লেয়ার স্টেট ইউনিভার্সিটির জীববিজ্ঞান এবং ভাইরোলজিস্টের অধ্যাপক ড সান্দ্রা অ্যাডামস বলেন, সিডিসি পাবলিক হেলথের সুপারিশ মেনে চলতে হবে। ঘন ঘন হাত ধোয়া, ভিড় এড়িয়ে চলা, বদ্ধ পরিবেশ এড়িয়ে চলা এসব বিষয়ে সচেতন হতে হবে। সেই সঙ্গে টিকা দুই ডোজও নিতে হবে।"
সূত্র: ইউসি ডেভিস হেলথ