প্রতিবছরই বিশ্বব্যাপী ক্যানসারের প্রকোপ বাড়ছে। যেকোনো বয়সেই নারী-পুরুষরা ক্যানসারে আক্রান্ত হচ্ছে। তবে সম্প্রতি গবেষণায় জানা যায়, ক্যানসারের ঝুঁকিতে পুরুষের চেয়ে নারীরাই বেশি রয়েছে। এমনকি যারা ধূমপান করেন না তাদের মধ্যেও ফুসফুসের ক্যানসার বেশি হচ্ছে। আর এই তালিকায় নারীরাই এগিয়ে।
ক্যানসার হওয়ার পেছনে নানা কারণ দায়ী থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যানসার সংস্থা জানিয়েছে, ধূমপান না করা ব্যক্তিরও ফুসফুসের ক্যানসার হচ্ছে এবং এই ঘটনা এখন বেড়েই চলেছে। এর অন্যতম কারণ হতে পারে বায়ু দূষণ।
ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (IARC)-এর তথ্য মতে, বিশ্বজুড়ে ক্যানসারজনিত মৃত্যুর পঞ্চম প্রধান কারণ ফুসফুসের ক্যানসার। আর এদের মধ্যে ধূমপান না করা ব্যক্তির সংখ্যাই বেশি।
বিশ্বব্যাপী ক্যানসারের প্রকোপ এবং মৃত্যুর প্রধান কারণ এখন ফুসফুসের ক্যানসার। ২০২২ সালে প্রায় ২৫ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হন। ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যানসার হয়েছে ৪৫.৬% (৭১৭,২১১) এবং নারীদের মধ্যে সেই সংখ্যা ছিল ৫৯.৭% (৫৪১,৯৭১)। যার মূল কারণই ছিল বায়ুদূষণ।
গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট জিনের তারতম্য থাকায় নারীদের ফুসফুসের ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়ায়। ধূমপান না করলেও নারীদের মধ্যে এই ঝুঁকি থাকে। কারণ হরমোনের ওঠানামা, মেনোপজের সময়ের মধ্যেই ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়ে।
ল্যানসেট জার্নালে প্রকাশিত IARC গবেষণার প্রধান লেখক ডঃ ফ্রেডি ব্রে গার্ডিয়ান ক্যানসারের জন্য বায়ুদূষণকে দায়ী করছেন। তিনি ঘরের বাতাস দূষণমুক্ত রাখে এমন গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন।