• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চোখে ছানি কেন পড়ে, প্রতিরোধের উপায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ০১:৫৮ পিএম
চোখে ছানি কেন পড়ে, প্রতিরোধের উপায়
ছবি : সংগৃহীত

ছানি পড়া চোখের একটি রোগ। চোখের লেন্স অস্বচ্ছ হয়ে যাওয়ার সমস্যাকে চোখে ছানি পড়া বলে। এর ফলে দৃষ্টিশক্তি ক্ষীণ হতে থাকে। দূরের কোনোকিছু দেখতে অসুবিধা হয়, পড়তে সমস্যা হয়। বর্তমানে এটি চোখের একটি সাধারণ রোগ। শিশু থেকে বৃদ্ধ সবার চোখেই ছানি পড়ে। তবে ছানি সাধারণত বার্ধক্যজনিত একটি রোগ। বার্ধক্যজনিত ছানি সাধারণত ৪৫ কিংবা ৫০ বছর পরেই শনাক্ত হয়। আবার চোখে ছানি নিয়েও শিশু জন্মাতে পারে।

চোখে ছানি কেন হয়
চোখে ছানি পড়ার প্রধান কারণ বয়সের সঙ্গে সঙ্গে লেন্সের উপাদান প্রোটিনের গঠন নষ্ট হয়ে যাওয়া। এছাড়া আরও যেসব কারণে সমস্যা হতে পারে। যেমন-

  • দীর্ঘমেয়াদি কিছু রোগ যেমন- ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মায়োটনিক ডিসট্রফির কারণে চোখে ছানি পড়তে পারে।
  • বংশগত এবং স্নায়ুজনিত কিছু রোগ ও সমস্যার কারণে চোখে ছানি পড়তে পারে।
  • দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন
  • ঘন ঘন চোখের প্রদাহ
  • আবার চোখের কিছু রোগ আছে ইউভাইটিস, এক ধরনের গ্লুকোমা, উচ্চ মায়োপিয়া যাদের আছে, তাদের হতে পারে।
  • ধূমপান ও মদ্যপানে আসক্তি
  • আঘাতজনিত কারণে চোখে ছানি হতে পারে।
  • ক্যানসারের রোগীদের রেডিয়েশন দেওয়া হয় সেখান থেকে তাদের ছানি হতে পারে।

প্রতিরোধ

  • চোখে ছানি বিশেষ করে বার্ধক্যজনিত ছানি প্রতিরোধ করা সম্ভব নয়। তবে কিছু সতর্কতা মেনে চললে কিছুটা প্রতিরোধ সম্ভব। যেমন-
  • চোখ যেন কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
  • ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না থাকলে চোখ সহ শরীরের বিভিন্ন অর্গান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে।
  • নিয়মিত চোখ পরীক্ষা করানো।
  • পুষ্টিকর ও সুষম খাবার খেতে হবে।
Link copied!