• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

ডেঙ্গু হলে রক্ত দিতে হয় যখন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৩:৫৬ পিএম
ডেঙ্গু হলে রক্ত দিতে হয় যখন
ছবি: সংগৃহীত

ডেঙ্গু হলে রক্ত দিতে হয় যখন

ডেঙ্গুর চোখ রাঙানো যেন থামছেই না। ডেঙ্গু মোটেও সাধারণ কোনো অসুখ নয়। প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়ে অনেক প্রাণহানির ঘটনা ঘটে থাকে। যার কারণে ডেঙ্গু জ্বর নিয়ে মানুষের মধ্যে অনেক উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে। তবে ডেঙ্গু হলেই আতঙ্কিত হয়ে পড়ার কিছু নাই। ডেঙ্গু হলেই রক্ত দিতে হয় না। তাহলে কখন রক্ত দিতে হয়?

ডেঙ্গু হলে প্লাটিলেট কমে যায়। প্লাটিলেট কমে গেলেই যে রক্ত নিতে হবে এমনটা নয়। কারণ প্লাটিলেট কমে যাওয়াই একমাত্র সমস্যা নয়। প্লাটিলেট একসময় কমে আবার জ্বরের ১০ দিন পার হলে বাড়তে থাকে। তবে আরও কিছু বিষয় রোগীকে জটিলতার দিকে নিয়ে যায়।

রক্ত নিতে হয় কখন
সাধারণত চিকিৎসকরা রোগীর বয়স, স্বাস্থ্য পরিস্থিতি বুঝেই রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন। অনেক সময় প্লাটিলেট ১০ হাজারে নেমে গেলেও রক্ত দেওয়ার প্রয়োজন হয় না। প্লাটিলেট কমার সঙ্গে সঙ্গে যদি আরও কোন জটিলতা দেখা দেয় তখনই রক্ত দেওয়ার প্রয়োজন হয়। যেমন-

যদি রোগীর কোন ছাড়ায় রক্তক্ষরণ হয় এবং রক্তক্ষরণ বেশি হয়

রক্তরস কমে যায়

হিমোগ্লোবিন কমে যায়

রক্তচাপ কমে যায়।

Link copied!