শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে। তারা সহজেই বিভিন্ন রোগ ও সংক্রমণের শিকার হয়। বর্তমানে ভাইরাল র্যাশের সমস্যা দেখা দিচ্ছে শিশুর মধ্যে। শিশুদের ভাইরাল ফুসকুড়িগুলোর মধ্যে আছে- ভেসিকল, বাম্প, ফুসকুড়ি বা ফোসকা।
ভাইরাল র্যাশ প্রতিরোধে করণীয়
- প্রচুর পরিমাণে তরল খাবার বা বুকের দুধ খাওয়াতে হবে শিশুকে। পাশাপাশি প্রচুর বিশ্রাম দিতে হবে ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চুলকানি প্রশমিত করার মলম বা ক্রিম ব্যবহার করতে হবে। শিশুকে ঢিলেঢালা পোশাক পরাতে হবে।
- ভাইরাসের সংস্পর্শে আসা রোধ করা সব সময় সম্ভব নাও হতে পারে। কিছু সতর্কতা শিশুদের ভাইরাল রোগের ঝুঁকি কমাতে পারে। শিশুকে নিয়মিত টিকা দিতে হবে।
- ফুসকুড়ির হলে তার লক্ষণগুলোর সঙ্গে যদি জ্বর, ফুলে যাওয়া গ্রন্থি, কাশি বা সর্দি থাকে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।