• ঢাকা
  • শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৯ কার্তিক ১৪৩১, ২২ রবিউস সানি ১৪৪৬

শিশুর ঠান্ডাজনিত সমস্যা এড়াতে যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ০৬:৩৯ পিএম
শিশুর ঠান্ডাজনিত সমস্যা এড়াতে যা করবেন
ছবি : সংগৃহীত

মৌসুম পরিবর্তনের প্রভাব শিশুর উপরেও পড়ে। ঋতু পরিবর্তনে তাদেরও জ্বর, ঠান্ডা কাশি হয়। আবার শীতের শুরুতেও শিশুরা ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়। আবহাওয়া ও দূষণগত কারণেই মূলত ঠান্ডাজনিত রোগ বাড়ছে। আর বেশি প্রভাব পড়েছে শিশুর উপরে। তাই শিশুকে সুস্থ রাখতে কিছু না কিছু বিষয় খেয়াল রাখতে হবে। শিশুদের প্রতি বিশেষ যত্নের প্রয়োজন হয়। এক্ষেত্রে একটু সতর্ক হলেই ঠান্ডা, হাঁচি-কাশির মতো সমস্যা এড়ানো সম্ভব। চলুন জেনে নেই, শিশুর ঠান্ডাজনিত সমস্যা এড়াতে করণীয় সম্পর্কে-

  • ঠান্ডা আবহাওয়ায় শিশুর শরীর চাদর বা গরম জামাকাপড় দিয়ে ঢেকে রাখুন। বিশেষ করে এসময় বৃষ্টি হলেই কিছুটা ঠান্ডা লাগে। তাই এসময় শিশুকে ফুল হাতার জামা বা ফুল প্যান্ট পরাতে হবে।
  • বাড়িতে কারও ঠান্ডা বা জ্বর হলে তার থেকে শিশুকে দূরে রাখতে হবে।
  • যদি বারবার শিশু ঠান্ডা জ্বরে আক্রান্ত হয় তবে তাকে ধরার আগে বাড়ির বড়দের হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে।
  • শিশু যেখানে বেশি সময় কাটায় সে জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ ধূলাবালি থেকেও ঠান্ডার সমস্যা বাড়তে পারে।
  • স্বাস্থ্যকর খাবার খাওয়াতে হবে সবসময়। এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এতে রোগে ফ্লুতে আক্রান্ত হবার সম্ভাবনা কম হবে।
  • শিশুকে সংক্রমণ প্রতিরোধের টিকা দিতে হবে।
Link copied!