• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চোখে আঘাত পেলে কী করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৪, ০৩:৪৩ পিএম
চোখে আঘাত পেলে কী করবেন
ছবি: সংগৃহীত

চোখ খুব সংবেদনশীল। একই সঙ্গে ভীষণ অরক্ষিত একটি অঙ্গ। বিভিন্ন কারণে সহজে চোখে আঘাত লাগতে পারে। বিশ্বব্যাপী চোখের আঘাতের প্রায় ১০ শতাংশ কারণ কেমিক্যালজনিত। এ ধরনের আঘাত সাধারণত কর্মক্ষেত্রে বেশি হয়। খেলাধুলার সামগ্রী, যেমন ব্যাডমিন্টনের কর্ক লেগে, ওয়েল্ডিং বা গ্রিন্ডিং মেশিনে কাজ করার সময় পাথর বা লোহার কণা ছিটকে এসে; পড়াশোনার সামগ্রী, যেমন পেনসিল, স্কেল, কম্পাস ইত্যাদির আঘাতে ও দুর্ঘটনায়। এছাড়াও রাস্তায় নানা কারণে আঘাত লাগতে পারে। তখন অনেকেই বিচলিত হয়ে পড়ে। তাই সেক্ষেত্রে বিচলিত না হয়ে দ্রুত কিছু পদক্ষেপ নিতে হবে। জেনে নেন, চোখে আঘাত লাগলে কী করবেন-

করণীয়

  • কেমিক্যাল ইনজুরি হলে প্রথম কাজ হলো পরিষ্কার পানি দিয়ে চোখ ভালোভাবে ধুয়ে ফেলা। এর পর দ্রুত চক্ষু চিকিৎসকের কাছে যেতে হবে।
  • চোখে কিছু পড়লে হালকা করে পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে বের করার চেষ্টা করতে হবে। তবে যদি মনে হয় কোনও কিছু বিঁধে আছে, তবে স্পর্শ না করাই ভালো।
  • আঘাতে চোখের ভেতরে রক্তক্ষরণ, কোনও বস্তুর অবস্থান ইত্যাদি নির্ণয় করার জন্য আলট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান, এক্স–রের সাহায্য নিতে হয়।
  • আঘাতের পর যদি বড় কোনও ইনজুরি হয় তাহলে প্রথম কাজ হলো ইনজুরি রিপেয়ার করা এবং ইনফেকশন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া। যদি চোখের ভেতর কোনও বস্তু থেকে যায়, তবে সেটি বের করে নিয়ে আসা।
Link copied!