• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিশুর ঘাড়, কাঁধ বা মাথা ঝাঁকালে যা হয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০৬:২৫ পিএম
শিশুর ঘাড়, কাঁধ বা মাথা ঝাঁকালে যা হয়
ছবি: সংগৃহীত

শিশু দেখলেই অনেকে আদর করে, কোলে নেয়। আদরের থাকে নানান ভঙ্গি। ছোট্ট শিশুদের কোলে নেওয়ার বা আদর করার সময় সামান্য  অসাবধানতায় ঘাড় বা কাঁধ ঝাঁকায়। উপরে তুলে লুফে নেয়। আর এভাবে অসাবধানতায় অনেক সময়েই বড় ধরণের বিপদ ডেকে আনেন অনেকে। কারণ নবজাতক বা শিশুর মাথার ত্বক শিশু অবস্থায় খুব কোমল থাকে। তাই এসময় ঝাঁকালে শিশুর মারাত্বক ক্ষতি হতে পারে। এমনকি তার কাঁধ বা ঘাড় শক্ত হয় না ফলে ঘাড়েও আঘাত পায়।

খুলির ভেতর মগজ একধরনের তরল বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইডে ভাসমান থাকে। যখন শিশুকে ঝাঁকানো হয় তখন তার মস্তিষ্ক খুলির সঙ্গে ঘষা লেগে রক্তক্ষরণ হতে পারে। মস্তিষ্কের ভেতর রক্তক্ষরণ হলে ভেতরে চাপ বেড়ে যাওয়া ও অন্যান্য সমস্যায় শিশু শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হতে পারে। জড়তা, খিঁচুনি, বৃদ্ধি ব্যাহত হওয়া ইত্যাদি সমস্যা হতে পারে।

ঝাঁকানেরা কারণে চোখের ভেতর বা রেটিনায় রক্তক্ষরণও হতে পারে। অন্ধও হয়ে যেতে পারে।

কাঁধ ঝাকালে ঘাড়ের হাড়ে ব্যাথা হতে পারে। তাই শিশুর ঘাড়, কাঁধ বা মাথা ধরে কখনোই ঝাঁকাবেন না। 

Link copied!