শুধু রান্নায় স্বাদ বাড়াতে নয়, রসুন আরও নানাভাবে আমাদের কাজে লাগে। চলুন জেনে নেওয়া যাক রসুনের কিছু ব্যতিক্রমী ব্যবহার।
- বর্ষার সময় মশা-মাছির উপদ্রব বাড়ে। মশা-মাছি বা পোকা দূর করতে কাজে লাগাতে পারেন রসুন। কয়েক কোয়া রসুন পানিতে ফুটিয়ে সেই পানি স্প্রে বোতলে ভরে নিন। ঘরের কোণে কোণে ছড়িয়ে দিন এই স্প্রে।
- বাগানে গাছের পোকামাকড়ের হাত থেকে বাঁচাতেও এই রসুন পানির স্প্রে ব্যবহার করতে পারেন।
- ঠান্ডা, কাশি বা গলা খুসখুসের সমস্যায় আরাম পেতে কয়েক কোয়া রসুন পানিতে ফুটিয়ে সেটা খেতে পারেন।
- রসুনে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-সেপটিক উপাদান ব্রণ থেকে ত্বককে দূরে রাখে। ব্রণের ওপর রসুন লাগালে তা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। ব্রণ বাড়তেও দেয় না রসুন। রসুনের রস বের করে অল্প মধুর সঙ্গে মিশিয়ে তুলোয় করে ব্রণর ওপরে লাগান। ৫-১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
- খুশকির সমস্যা দূর করতেও সহায়ক রসুন। ৪-৫টি রসুন থেঁতো করে তাতে সামান্য মধু মিশিয়ে চুলের গোড়ায় লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পুর দিয়ে ধুয়ে ফেলুন।
- রসুনের তেলে তুলা ভিজিয়ে নখে ঘষুন। নখ ভালো থাকবে।
- ভিনেগারের মধ্যে কয়েক কোয়া রসুন ফেলে ঝাঁকিয়ে নিন। এই স্প্রে দিয়ে পরিষ্কার করতে পারেন ঘর ও আসবাব।