• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মটরশুঁটি খেলে পাবেন বহুমুখী উপকারিতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩, ০৭:৩৯ পিএম
মটরশুঁটি খেলে পাবেন বহুমুখী উপকারিতা
কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে মটরশুঁটি । ছবি : সংগৃহীত

শীতের আরও একটি জনপ্রিয় সবজি হলো মটরশুঁটি। এটি শুধু খেতেই ভালো তা নয়, এর পুষ্টিগুণও বলে শেষ করা যাবে না। এর রয়েছে বহুমুখী উপকারিতা। 

ভিটামিন-কে, ভিটামিন সি, ম্যাংগানিজ, ফাইবারসহ আরও অনেক পুষ্টিগুণ রয়েছে এই সবজিতে। আজ জানিয়ে দেব মটরশুঁটির পুষ্টিগুণ ও উপকারিতার কথা-

  • মটরশুঁটিতে প্রচুর পরিমাণে প্রোটিন, আঁশ এবং অনেক ধরনের পুষ্টিসমৃদ্ধ উপাদান রয়েছে। শীতের নানান রোগবালাই থেকে সুস্থ থাকার জন্য এসব পুষ্টি উপাদান জরুরি।
  • এই সবজিতে প্রচুর পরিমাণে পলিফেনল আছে। 
  • গবেষকরা বলছেন, প্রতিদিন ২ মিলিগ্রাম পলিফেলনসমৃদ্ধ খাবার খেলে পাকস্থলি ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমে যায়। আর এক কাপ মটরশুঁটিতে অন্তত ১০ মিলিগ্রাম পলিফেলন থাকে। তাই এটি পাকস্থলির ক্যানসারের ঝুঁকি কমাতে দারুণ কার্যকরী।
  • প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি বয়সের ছাপ পড়তে দেয় না। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও প্রাণশক্তি বাড়ায়।
  • মটরশুঁটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করে। এ কারণে ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ উপকারী।
  • ভিটামিন বি১, বি২, বি৩ এবং বি৬ এর উৎস মটরশুঁটি শরীরের হোমোসাইস্টাইন লেভেল কমায়। এ কারণে হৃদরোগের ঝুঁকিও কমে ।
  • প্রচুর পরিমাণে আঁশ থাকায় মটরশুঁটি কোষ্ঠকাঠিন্য সারাতে সাহায্য করে।
  • এক কাপ মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে যা শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করে। এতে হাড় মজবুত হয়।
  • শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও দারুণ ভূমিকা রাখে মটরশুঁটি।
Link copied!