• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডায়াবেটিসে ভুগছেন কি না বুঝে নিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩, ১০:৩৫ এএম
ডায়াবেটিসে ভুগছেন কি না বুঝে নিন

ডায়াবেটিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্তদের ৫০ শতাংশের বেশি মানুষ টের পান না যে তারা এই রোগে আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ডায়াবেটিস অশনাক্ত থাকলে বা চিকিৎসা না হলে কিডনি, লিভার, চোখ ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে শরীরের ত্বক নষ্ট হয়ে যায়, চুল পড়ে যায়। শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গও ক্ষতির শিকার হতে পারে।

যেসব লক্ষণ দেখলে সতর্ক হতে হবে

  • ঘনঘন প্রস্রাব হওয়া ও পিপাসা লাগা।
  • ক্ষুধা বেড়ে যাওয়া।
  • দুর্বল লাগা‍‍, ঘোর ঘোর ভাব আসা।
  • সময়মতো খাওয়া-দাওয়া না হলে রক্তের শর্করা কমে হাইপো হওয়া।
  • মিষ্টিজাতীয় জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া। মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া।
  • কোনো কারণ ছাড়াই অনেক ওজন কমে যাওয়া।
  • শরীরে ক্ষত বা কাটাছেঁড়া হলেও দীর্ঘদিনেও সেটা না সারা।
  • চামড়ায় শুষ্ক, খসখসে ও চুলকানি ভাব।
  • বিরক্তি ও মেজাজ খিটখিটে হয়ে ওঠা।
  • মনোযোগের অসুবিধা।
  • চোখে কম দেখতে শুরু করা।
Link copied!