• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

মন ভালো রাখতে যাদের সঙ্গ এড়িয়ে চলবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৬:৫৭ পিএম
মন ভালো রাখতে যাদের সঙ্গ এড়িয়ে চলবেন
ছবি: সংগৃহীত

রোজ নানান ঘটনায় মানসিক চাপে ভুগতে থাকেন অনেকেই।   কিন্তু চাপ কমিয়ে মানসিক ভাবে ভালো থাকতে চায় না কে! তবে এমন কিছু মানুষ আছে যাদের সঙ্গে থাকলে মন সারাক্ষণই খারাপ থাকবে। তারা এমন পরিস্থিতি তৈরি করবে যে ভালো থাকা আর সম্ভব হয় না। সে ক্ষেত্রে যদি ভালো থাকতে চান, মন ভালো রাখতে চান তাহলে কিছু মানুষের সঙ্গ এড়িয়ে চলাই ভালো। চলুন দেখে নেই, মন ভালো রাখতে কাদের সঙ্গ এড়িয়ে চলবেন-

  • কিছু মানুষ আছে যারা সব সময়ই অন্যের খুঁত ধরে বেড়ায়। ভুল না করলেও আপনি ভুল সেটা প্রমাণে বদ্ধ পরিকর থাকে। আর সারাক্ষণই অযৌক্তিক সমালোচনা করে বেড়ায়। সেসব মানুষকে এড়িয়ে যাওয়াই ভালো। কারণ তারা সবসময় মন খারাপ করে দিবেই।
  • এমনও অনেকে আছেন যাদের সন্তুষ্ট করা সহজ নয়। আপনি আপনার সর্বোচ্চটা  দিয়ে করার পরও দেখা যাবে সে অসন্তুষ্ট। তাদের সঙ্গ নিজের মধ্যে খারাপ প্রভাব ফেলে।
  • যেসব মানুষ নিজেও কিছু করতে চায় না অন্যকেও কাজে উৎসাহ জোগায় না তদের এড়িয়ে চলা উত্তম। কারণ তাদের সঙ্গে থাকলে কাজে গতি আসবে না।
  • কিছু মানুষ আছে যারা আপনার ভালো সময়ে কাছে ঘেষে আবার আপনার যদি একটু খারাপ সময় আসে তাহলে আপনাকে দূরে ঠেলে দেয়। এমন মানুষ স্বার্থপর। তাদের এড়িয়ে চলুন।
  • আপনাকে যে ঈর্ষা করে তার সঙ্গ ত্যাগ করুন। এসব মানুষ কখনও আপনার ভালো চাইবে না। আপনার প্রশংসা কখনই করবেন না তারা। এমনকি কৃতজ্ঞতাও জানাবেন না। তাই এদের এড়িয়ে চলুন।
Link copied!