• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের উদ্যোগে র‌্যালি-মানববন্ধন 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৮:৫৫ পিএম
আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের উদ্যোগে র‌্যালি-মানববন্ধন 
আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের উদ্যোগে বৃহস্পতিবার র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয় । ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য দিবস ২০২৪ ছিল বৃহস্পতিবার। এবার এই দিবসের মূল প্রতিপাদ্য হলো, ‘সরকারের উপর নাগরিকদের স্বাস্থ্য নির্ভরশীল।’

সর্বজনীন স্বাস্থ্যসেবার অর্থই হচ্ছে কোন আর্থিক চাপ ছাড়া নাগরিকরা মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন। জাতিসংঘভুক্ত সকল রাষ্ট্র ও তার নাগরিকগণ যে যেখানে আছেন তাদের স্বাস্থ্যসেবা প্রাপ্তি ও স্বাস্থ্য অধিকার নিয়ে নিজেদের কথা বলার সুযোগ পান।

এই বিষয়ের আলোকে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জার্মান-বিএমজেড প্রকল্পের আওতায় দিবসটি উপলক্ষে ‌র‌্যালি ও মানববন্ধন করে।

আয়োজনটির মধ্য দিয়ে প্রবীণ বয়সের স্বাস্থ্য অধিকারকে নিশ্চিত করতে এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সেবার অধিকার বাস্তবায়নে প্রবীণদের পক্ষ থেকে দাবি উত্থাপন করে রিক। 

Link copied!