• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঋতুচক্রের জন্য সরকারি ছুটি ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৬:২৩ পিএম
ঋতুচক্রের জন্য সরকারি ছুটি ঘোষণা
ছবি: সংগৃহীত

মহিলা পুলিশকর্মীদের ঋতুচক্রের সময় এক দিনের ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছে ভারতের অরুণাচল প্রদেশের ইটানগর ক্যাপিটাল রিজিয়ন পুলিশ। তাদের ঘোষণা, এ বার থেকে মহিলা পুলিশকর্মীরা প্রতি মাসে এক দিন করে ঋতুকালীন ছুটি পাবেন।

বুধবার (১৩ নভেম্বর) একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানা যায়, ঋতুচক্রের প্রথম বা দ্বিতীয় দিনে ছুটি নিতে পারবেন মহিলা পুলিশ কর্মীরা। নতুন নীতি মেনে সেই ছুটি সবেতন হবে। আর ঋতুচক্রের সময় যে দিন ছুটি নেবে সে দিন তাঁদের ‘অন ডিউটি’ দেখানো হবে। তবে এই বিশেষ ছুটি মাসে এক দিনের বেশি নেওয়া যাবে না।

বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, মহিলাদের স্বাস্থ্যের কথা ভেবেই তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিতেই এই পদক্ষেপ করা হয়েছে। পুলিশ প্রশাসনের আশা, এর ফলে মহিলা কর্মীরা কাজে আরও সক্রিয় হয়ে উঠবেন। মন থেকেও চাঙ্গা হবেন।

এর আগে অক্টোবরে ওড়িশা সরকার রাজ্যের সরকারি এবং বেসরকারি মহিলা কর্মীদের জন্য মাসে এক দিন করে ঋতুকালীন ছুটি ঘোষণা করেছে।

Link copied!