পৃথিবী জুড়েই লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের অন্যতম প্রধান কারণ হেপাটাইটিস সি ভাইরাস। আর এই হেপাটাইটিস সি হলে জন্ডিসের লক্ষণ দেখা দিতে পারে শিশুদের। এই ভাইরাসে আক্রান্ত শিশুদের ঠিক সময়ে শনাক্ত এবং চিকিৎসা না হলে আক্রান্ত শিশুর পরবর্তী সময়ে লিভারে ক্যান্সার, লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল অসুখ হতে পারে। তাই আগে থেকে সাবধান হতে হবে। শিশুর হেপাটাইটিস সির লক্ষণ সম্পর্কে জেনে নিতে হবে।
দেকে নিন শিশুদের যেসব লক্ষণ দেখলে সতর্ক হতে হবে-
- জ্বর
- চোখ ও ত্বকে হলদে ছাপ পড়ে যাওয়া
- বমি বমি ভাব হওয়া
- পেশির ব্যথা, গাঁটে গাঁটে যন্ত্রণা
- পেটে ব্যথা, খাবারে অরুচি
- দুর্বলতা ও অবসাদ
- গাঢ় হলুদ রঙের প্রস্রাব
- প্রচণ্ড ক্লান্তি, ঝিমুনি
করণীয়
হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত হলেই শিশুদের হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে না। তবে অতিরিক্ত জন্ডিস, অত্যধিক বমি, রক্তক্ষরণ, পেট ফোলা, অত্যধিক ঘুম বা ঘুমের অনিয়ম, অস্বাভাবিক পেট ব্যথা ইত্যাদি হয় তাহলে শিশুকে হাসপাতালে ভর্তি করাতে হবে। কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। হেপাটাইটিসের জন্য স্ক্রিনিং দরকার, রক্ত পরীক্ষায় রোগ ধরা পড়ে। সঠিক সময়ে রোগ নির্ধারণ ও চিকিৎসা লিভারের গুরুতর জটিলতা প্রতিরোধ করতে পারে। পাশাপাশি শিশুর খাবার পরিষ্কার পরচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে। চাহিদামতো সহজপাচ্য খাবার অল্প করে বারবার দিতে হবে। প্রতিদিন যাতে নিয়মিত পায়খানা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।