• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

গরম খাবারে জিভ পুড়ে গেলে স্বস্তি মিলবে যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৪, ০৩:০৪ পিএম
গরম খাবারে জিভ পুড়ে গেলে স্বস্তি মিলবে যেভাবে
প্রতীকী ছবি: সংগৃহীত

অনেক সময় এমন হয় তাড়াহুড়া করে বা অন্যমনস্ক খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যায়। বেখেয়ালে গরম চায়ের কাপে চুমুক দিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কমবেশি সকলেরই আছে। জিভ পুড়ে গেলে প্রচণ্ড জ্বালা, ব্যথা হয়। সব খাবারই বিস্বাদ লাগে। কারণ এতে জিহ্বার স্বাদকোরকগুলি পুড়ে গিয়ে স্বাদগ্রহণ করার ক্ষমতা হারায়।  তখন অন্য খাবারেরও স্বাদ পাওয়া যায় না। এই ধরনের পরিস্থিতিতে ঘরোয়া কিছু সমাধান মেনে চলুন।

  • জিভ পুড়ে গেলে তাড়াতাড়ি করে জিভে ঠান্ডা পানি দিয়ে বারবার কুলি করলে আরাম বোধ করবেন। এতে জিভের জ্বালাপোড়া অনেকটাই কমে। এমনকি জিভে যদি কোনও কারণে ফুলেও যায়, তাহলেও কমে যাবে। সেই সঙ্গে কিছুক্ষণ পর পর ঠান্ডা পানি খান। জিভের চারপাশে সেই পানি রাখার চেষ্টা করুন। রেখে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিছুটা হলেও আরাম পাবেন।
  • এক কাপ পানিতে দু’চামচ লবণ মিশিয়ে এই পানি দিয়ে ভাল করে কুলকুচি করে নিন। লবণ হল প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক। যা নিমেষেই ব্যথা কমাতে সাহা
  • জিহ্বার পোড়া জায়গায় সামান্য বরফ ঘষে দিতে পারলেও পাবেন উপকার। বরফের টুকরা নিয়ে জিহ্বার পোড়া জায়গায় চেপে ধরুন। এভাবে কয়েকবার করুন। আরাম পাবেন, জিহ্বার ফোলাভাবও কমবে অনেকটা।
  • পোড়া জিভের জ্বালাপোড়া কমাতে মধু ব্যবহার করতে পারেন। মধুকে কিন্তু আয়ুর্বেদিকশাস্ত্রে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। ব্যথা জায়গায় মধু দিলে জ্বালাপোড়া খুব সহজেই কমবে।
  • অ্যালোভেরা হলো একটি প্রাকৃতিক নিরাময়কারী, যা প্রথম ও দ্বিতীয় ডিগ্রি পোড়া ক্ষতগুলোর চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি দ্রুত পোড়া নিরাময়ে সাহায্য করে।  তবে এই জেল কিন্তু রূপচর্চার জন্য কিনে আনা কৌটোবন্দী কৃত্রিম জেল নয়। এক্ষেত্রে জিহ্বায় সরাসরি গাছ থেকে কেটে আনা অ্যালোভেরার রস লাগান ও অপেক্ষা করুন।
  • জিভের জ্বালা-পোড়া কমাতে ব্যবহার করতে পারেন চিনি। কয়েকটি চিনির দানা জিভের পোড়া অংশ রেখে দিন। স্বস্তি পাবেন। 
Link copied!