নিপাহ ভাইরাস থেকে বাঁচতে খেজুরের রস যেভাবে খাবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৬:৩৪ পিএম
নিপাহ ভাইরাস থেকে বাঁচতে খেজুরের রস যেভাবে খাবেন
ছবি: সংগৃহীত

এই সময় গ্রাম অঞ্চলের খুব পরিচিত একটি খাবার খেজুরের রস। অনেকেই আছেন শীতের সকালে খেজুরের গাছ থেকে রসের হাঁড়ি নামিয়ে ঢকঢক করে খেয়ে নেন। একই রকম ভাবে এই রস দিয়ে পিঠা, পায়েস বানানো হয়।

তবে জানেন কি, কাঁচা খেজুরের রস থেকে নিপাহ ভাইরাস সংক্রমণ হতে পারে। নিপাহ ভাইরাস একটি জুনোটিক ভাইরাস, এটি পশুর মাধ্যমেই ছড়ায়। তবে সাধারণত এই ভাইরাস বাদুড় আর শূকরের মাধ্যমে ছড়ায়। আমাদের দেশে বাদুড়ের মাধ্যমেই ছড়ায়। প্রাকৃতিকভাবেই বাঁদুড়ের দেহে নিপাহ ভাইরাস থাকে। কিন্তু তারা নিজেরা আক্রান্ত হয় না। যদি কোনোভাবে মানুষের মধ্যে আসে এই ভাইরাস তখনই মানুষ আক্রান্ত হয়।

খেজুর গাছে যখন রস সংগ্রহের জন্য হাঁড়ি বাঁধা হয় তখন অনেক সময় বাদুড় বা এ জাতীয় প্রাণী হাঁড়িতে মুখ দেয়। বাদুড়ের লালার মাধ্যমে নিপাহ ভাইরাস রসে প্রবেশ করে। আবার হাঁড়ির গায়েও লেগে থাকে। আর এর মাধ্যমে খেজুরের রস দূষিত হয়। পরে কেউ এই রস কাঁচা পান করলে ভাইরাস তাঁর শরীরে প্রবেশ করে।

তাহলে কীভাবে পান করবেন?

  • গাছ থেকে হাঁড়ি নামিয়েই খেয়ে নিবেন না। নিপাহ ভাইরাস থেকে বাঁচতে রস জ্বাল দিয়ে খেতে হবে। এতে এর মধ্যকার ভাইরাস মরে যায়। তাই ভালো করে স্ফুটনাংকের ওপর জ্বাল দিতে হবে এবং ঠান্ডা করে খেতে হবে।
  • খেজুরের রস দিয়ে গুড়ও বানানো হয়। রস গুড় করা হলে তখন আর ভাইরাস থাকে না। তাই খেজুরের গুড় খাওয়া যাবে।
Link copied!