শিশুদের জন্য ডায়াপার ব্যবহারকেই প্রাধান্য দিচ্ছেন বেশির ভাগ মা-বাবা। ঘন ঘন ঠান্ডা লাগার হাত থেকে বাঁচাতে অনেকেই রাতে ডায়াপার পরিয়ে রাখে। ডায়াপার পরানো হলে কিছুটা সময় নিশ্চিন্তে থাকা যায় এইটা ঠিক। তবে ডায়াপারের মান যদি ভালো না হয়, হতে পারে অনেক কিছুই। ব্যবহারের সময় নিয়ম ও পদ্ধতি না জানার কারণে শিশুর অস্বস্তি হতে পারে। দেখা দিতে পারে শিশুর ত্বকে নানা সমস্যা।
শিশুর নিতম্বে হতে পারে লাল লাল ছোপের মতো র্যাশ।
কেন এমন হয়?
- শিশুকে পরানো ডায়াপার সময়মতো পরিবর্তন না করলে
- ডায়াপারের উপর প্লাস্টিকের প্যান্ট পরালে
- সারারাত একটি ডায়াপার পরিয়ে রাখলে
- ডায়াপার পরিবর্তনের সময় শিশুর নিতম্ব ভালো ভাবে না পরিষ্কার করলে
- ভুল বা শক্ত ডায়াপার পরালে
করণীয়
- ডায়াপার বদলানোর সময় শিশুর নিম্নদেশ সুতি ভেজা কাপড় দিয়ে ভালো ভাবে পরিষ্কার করতে হবে। তারপর শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিন। নয়ত ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে ইউরিনারি ইনফেকশন হয়।
- পুনরায় ডায়াপার পরানোর আগে ডায়াপার অয়েন্টমেন্ট অথবা ময়েশ্চারাইজিং বেবি লোশন ব্যবহার করতে পারেন।
- সারা রাত ভেজা ডায়াপারে শুয়ে থাকলে শিশুর ত্বকে ভেজা ভাব থেকে র্যাশ হয় এবং ঠান্ডা লেগে যায়। তাই রাতে শিশুকে প্রয়োজনে ডায়াপার বদলে দিন।
- শক্ত বা ভুল মাপের ডায়াপার পরালে শিশুর পায়ে ও কোমরের আশপাশে দাগ হয়ে যেতে পারে। সেখানে চুলকাতে পারে। তাই শিশুর জন্য সুতি, আরামদায়ক ডায়াপার সংগ্রহ করুন। শিশুর ওজন অনুযায়ী সঠিক মাপের ডায়াপার ব্যবহার করুন।
- পায়খানা করার সঙ্গে সঙ্গেই ডায়াপার পরিবর্তন করতে হবে।
- ডায়াপর র্যাশ, চুলকানি বা ইনফেকশন হলে ভালো না হওয়া পর্যন্ত ডায়াপার ব্যবহার করা বন্ধ রাখুন।