• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাকরিজীবী জেন-জির প্রায় অর্ধেক দুপুরে খান না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ০২:৪৮ পিএম
চাকরিজীবী জেন-জির প্রায় অর্ধেক দুপুরে খান না
ছবি- সংগৃহীত

জেন-জি নিয়ে আলোচনা সমালোচনা যেন যাচ্ছেই না। জেন-জিরা কি খাচ্ছে, তাদের ভাষার নতুনত্ব কী, এমনকি কর্মক্ষেত্রে তাদের দায়িত্ববোধ নিয়েও গবেষণা হয়েছে। তেমনি সম্প্রতি আরেকটি গবেষণা হয়েছে জে-জি নিয়ে। গবেষণাটি করেছে আমেরিকার অনলাইনভিত্তিক ক্যাটারিং কোম্পানি ইজিকেটার।

ইজিকেটারের করা গবেষণায় দেখা গেছে, ৪৭ শতাংশ চাকরিজীবী জেন-জি কর্মক্ষেত্রে দুপুরের খাবার খান না। এই গবেষণাটি যুক্তরাষ্ট্রের পাঁচ হাজার কর্মীর ওপর চালানো হয়েছে।

গবেষণায় বলা হয়, চাকরিজীবী জেন-জিরা কাজের চাপের কারণে দুপুরের খাবার এড়িয়ে যায়। দুপুরের খাবারের জন্য অফিসের বাইরে বের হওয়াকে অপরাধ বলে মনে করে। গবেষণায় অংশ নেওয়া ৫ হাজার জেন-জি চাকরিজীবীর মধ্যে ৪৭ শতাংশ প্রতি সপ্তাহে দু বার বা তার বেশি মধ্যাহ্নভোজ করেন না।

জেনারেশন জেড বা জেন জি তাদের বলা হয় যাদের জন্মকাল ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত। অর্থাৎ এদের বর্তমান বয়স ১২ থেকে ২৭ বছর। অন্যদিকে যারা ১৯৮১ সাল থেকে ১৯৯৬ সালের মধ্যে জন্ম নিয়েছেন তাদের বলা হয় মিলেনিয়ালস।

Link copied!