• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বন্যার পানি থেকে চর্মরোগ, সুরক্ষায় যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০৫:২৪ পিএম
বন্যার পানি থেকে চর্মরোগ, সুরক্ষায় যা করবেন
ছবি: সংগৃহীত

বন্যার সময় বা পড়ে যেটা সবচেয়ে বেশি আঘান হানে তা হলো পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যাওয়া। 
টানা কয়েক দিন বৃষ্টি না হওয়ায় বন্যার ক্ষত শুকাতে শুরু করেছে। সেই সঙ্গে দেখা দিতে শুরু করেছে নানা ধরনের রোগ বালাই। এর মধ্যে পানিবাহিত রোগের প্রকোপই বেশি। পানিবাহিত রোগের উৎপত্তি ঘটে অপরিষ্কার পানীয় বা খাবার খাওয়ার মাধ্যমে। দূষিত পানি শরীরে প্রবেশ করতেই তা পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি করে। বন্যার পানিতে বিভিন্ন ধরনের জীবণু মিশে থাকে। আর সেই জীবাণুযুক্ত দূষিত পানির সংস্পর্শে শরীরে দেখা দেয় চর্মরোগ।

  • যেসব চর্মরোগ হতে পারে
    বন্যার পানিতে দীর্ঘক্ষণ থাকলে ত্বকে ফাঙ্গাল ইনফেকশন দেখা দিতে পারে। শরীর ভেজা বা স্যাঁতসেঁতে অবস্থায় থাকলে এই রোগ দেখা দিতে পারে। প্রচণ্ড রকম চুলকানির পাশাপাশি কখনো কখনো এই সংক্রমণ দীর্ঘমেয়াদি ক্ষত তৈরি করে। গলা, মুখ, কুঁচকি, মলদ্বার এবং বুকে ও পিঠে এটি বেশি দেখা যায়।
  • স্ক্যাবিস বা খোসপাঁচড়া হলো ছোঁয়াচে রোগ। চুলকানি এর প্রধান উপসর্গ। রাতের বেলায় চুলকানির প্রকোপ বেড়ে যায়। চুলকালে ত্বকে ক্ষতের সৃষ্টি হয়ে ঘা তৈরি হতে পারে। একজন থেকে পরিবারের বাকি সদস্যরাও এতে আক্রান্ত হতে পারে।
  • পানির সংস্পর্শে সেবোরিক ডারমাটাইটিস রোগের প্রাদুর্ভাব ব্যাপক। মাথার ত্বক, ভ্রু, মুখমণ্ডল, নাকের দুই পাশ, বুকের ও পিঠের মাঝখানে ছোট ছোট দানার মতো দেখা দেয়, যা অনেকটাই তৈলাক্ত ও হলুদাভ। প্রচণ্ড চুলকানির সঙ্গে মাথার চুল পড়া বেড়ে যাওয়া, ত্বকে জ্বালা ও ফুসকুড়ি দেখা দেয়
  • এ ছাড়া আঙুলের মাঝখানে ঘা, টিনিয়া ইনফেকশন, স্ক্যাবিস জাতীয় নানা ধরনের ত্বকের অসুখ হতে পারে।

করণীয়

  • এ সময়ে নিয়মিত প্রতিদিন পরিষ্কার পানিতে গোসল করা, মুখমণ্ডল পরিষ্কার করা জরুরি। অর্থাৎ  ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
  • বন্যার পানিতে শরীর ভেজানো থেকে বিরত থাকতে হবে।
  • ভেজা ও আর্দ্র ত্বক ভালোভাবে মুছে শুকিয়ে ফেলতে হবে। ভেজা কাপড় ভালোভাবে না শুকিয়ে গায়ে দেওয়া, রোদ না থাকায় স্যাঁতসেঁতে ঘর, বিছানা, তোয়ালের কারণে এসবের ঝুঁকি বাড়ে। তাই সাবধানে থাকতে হবে। শুকনা কাপড় পরতে হবে
  • অ্যান্টি ফাঙ্গাল ক্রিম, সাবান ও শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে।
  • বাইরে গেলে বাড়িতে ফিরে অবশ্যই ডেটল-মিশ্রিত বা সাবানপানি দিয়ে পা ও স্যান্ডেল ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে।
Link copied!