• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

সাধারণ জ্বর নাকি ডেঙ্গু, বুঝবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ০৩:৪৯ পিএম
সাধারণ জ্বর নাকি ডেঙ্গু, বুঝবেন যেভাবে
ছবি: সংগৃহীত

এই সময় ঘরে ঘরে জ্বর, কাশি, গলাব্যাথার প্রকোপ বাড়ছে। আর এই জ্বর হলো নানান রোগের উপসর্গ। আবার এই সময় ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাই জ্বর হলে তার লক্ষণ দেখে বুঝতে হবে এইটা সাধারণ জ্বর নাকি ডেঙ্গু। একটু সচেতন হলেই দুই জ্বরকে আলাদা করা খুব কঠিন নয়।

ভাইরাল জ্বরের ক্ষেত্রে সর্দি, গলাব্যথা, শরীরে হালকা ব্যথা, দুর্বলতার মতো উপসর্গ থাকতে পারে। তবে ডেঙ্গু রোগীদের জ্বরের তীব্রতা অনেক বেশি হয়। এছাড়াও থাকে আরও কিছু লক্ষণ। চলুন দেখে নেই কীভবে বুঝবেন আপনার সাধারণ জ্বর নাকি ডেঙ্গু-

ভাইরাল জ্বর

  • জ্বর কখনও ১০২ ওঠেও, তার পর পানি, জ্বরের ওষুধে জ্বর দ্রুত নামে
  • সঙ্গে সর্দি, কাশি, গলা খুসখুস ও ঠান্ডা থেকে মাথা যন্ত্রণা থাকে
  • শরীর দুর্বল থাকে।
  • কখনও কখনও সারা শরীরের মাংসপেশিতে ব্যথা হয়
  • ঠিক সময়ে চিকিৎসা করালে অসুখ ও দুর্বলতা সারতে ১ সপ্তাহ সময় নেয়

ডেঙ্গু

  • সাধারণভাবে ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্বর। ১০১ ডিগ্রি থেকে ১০৩ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। জ্বর একটানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেয়ার পর আবারও জ্বর আসতে পারে।
  • তীব্র পেট ব্যথা।
  • মাত্রাতিরিক্ত বমি হওয়া
  • গায়ে র‌্যাশ, চুলকানি, ডায়েরিয়া।
  • দাঁতের মাড়ি দিয়ে, নাক দিয়ে কিংবা মলদ্বার দিয়ে রক্ত পড়া শুরু হয়।
  • গলাব্যথা, ঢোক গিলতে কষ্ট।

জ্বর হলে উপরের উপসর্গের সঙ্গে কোনোটা মিলে গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডেঙ্গু থেকে বাচঁতে সবাইক সতর্ক হতে হবে।

Link copied!