প্রতিটি মানুষের শরীরে পর্যাপ্ত রক্ত থাকা প্রয়োজন। রক্তের পরিমাণ যেমন ঠিক থাকতে হয়, তেমনি রক্তের ঘনত্বও স্বাভাবিক থাকা প্রয়োজন। কারণ
রক্ত ঘন হলে তা শরীরের জন্য বিপদজ্জনক। চিকিৎসকরা বলছেন, এটি কঠিন রোগের ইঙ্গিত দেয়। রক্ত ঘন হলে হৃদপিণ্ড এবং কিডনির সমস্যা হয়। আবার রক্ত খুব বেশি পাতলা হলে প্লেটলেট কমে যায়। তাই রক্তের ঘনত্ব ঠিক থাকা জরুরি।
কীভাবে বুঝবেন রক্ত পাতলা না ঘন_
চিকিৎসকরা জানান, শরীর থেকে রক্তক্ষরণ হলে,তা জমাট বাঁধতে কতটা সময় লাগে, তা বোঝার জন্য prothrombin Time টেষ্ট করে নিতে হবে। এতে বোঝা যাবে শরীরে রক্ত ঘন নাকি পাতলা।
অন্যদিকে রয়েছে Activated Partial Thromboplastin Time একটি টেস্ট। যা রক্তের ঘনত্ব বোঝাতেও সাহায্য করে। আবার শরীরে রক্ত জমাট বাঁধতে কতটা সময় লাগে তাও মেপে দেখে।
যারা নিয়মিত রক্তকে তরল করার ওষুধ খাচ্ছেন, তারা অবশ্যই এই পরীক্ষা করতে হবে। এছাড়াও যারা অতিরিক্ত মদ্যপান করেন এবং পাকস্থলির সমস্যায় ভুগছেন তাদেরও এই পরীক্ষা করানো উচিত বলে জানান বিশেষজ্ঞরা।