• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নাক দিয়ে রক্ত পড়ে যেসব কারণে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২১, ২০২৩, ০১:০৯ পিএম
নাক দিয়ে রক্ত পড়ে যেসব কারণে

নাক দিয়ে রক্ত পড়া অধিকাংশ ক্ষেত্রে একটি সাধারণ সমস্যা হলেও অনেক সময় এটি জটিল রোগের উপসর্গ হিসাবে দেখা দেয়। তখন একে মেডিকেল ইমারজেন্সী হিসাবে দেখা হয়। নাক দিয়ে রক্ত পড়া কোনো রোগ নয়; বরং এটি বিভিন্ন রোগের লক্ষণ মাত্র। নাক, কান, গলা ছাড়াও শরীরের অন্য অনেক রোগের কারণেও নাক দিয়ে রক্ত পড়তে পারে। যে কোনো বয়সেই এটি হতে পারে। চলুন জেনে নিই নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিরোধ—

কারণ

  • নাকের সমস্যা ।
  • আঘাতজনিত ।
  • অপারেশনজনিত ।
  • নাকের সর্দি, সাইনোসাইটিস ।
  • নাকের বিভিন্ন ধরনের ইনফেকশন 
  • নাকের ভেতর টিউমার।
  • নাকের মাঝখানের হাড় অতিরিক্ত বাঁকা।
  • নাকের মাঝখানের পর্দায় ছিদ্র ইত্যাদি।
  • ওষুধ । 
  • উচ্চরক্তচাপ।
  • রক্তনালির কিছু জন্মগত ত্রুটি।
  • মাসিকের সময় এবং গর্ভাবস্থায়।
  • জন্ডিস বা লিভারের প্রদাহ, লিভার সিরোসিস।
  • রক্তের রোগ।

রোগ নির্ণয় 
কী কারণে নাক দিয়ে রক্ত পড়ছে সেটি নির্ণয় করে চিকিৎসা নিতে হয়। নাকের সামনের দিক থেকে রক্তপাত হলে খুব দ্রুত তা বন্ধ করা যায় কিন্তু পেছন বা ভেতরের দিক থেকে রক্তপাত হলে বহুক্ষেত্রে তা বন্ধ করতে অনেক সময় লাগে। কিছু ক্ষেত্রে রক্তের বিভিন্ন পরীক্ষা, এক্স-রে, সিটিস্ক্যান, নাকের এন্ডোস্কপির দরকার পড়ে।

প্রতিরোধ

  • নাক খুঁটবেন না। এতে হুট করে নাক থেকে রক্ত পড়া শুরু হয়।
  • শ্বাসতন্ত্রের সংক্রমণ বা সর্দি/কাশি হলে দ্রুত চিকিৎসা নিন। নাকের হাড় বাঁকা থাকলে তারও চিকিৎসা নিন। সময়মত এসবের চিকিৎসা না করালে হঠাৎ করে নাক থেকে রক্ত পড়া শুরু হয়।
  • বাচ্চাদের খেয়াল রাখুন। ঘন ঘন এক নাকে দুর্গন্ধযুক্ত সর্দি হওয়া এবং এর সঙ্গে রক্ত গেলে সতর্ক হবেন।
  • বয়স্কদের ক্ষেত্রে- নিয়মিত রক্তচাপ মাপান, নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত ওষুধ খান। অনিয়ন্ত্রিত রক্তচাপ নাক দিয়ে রক্ত আসার অন্যতম কারণ। তাই যখনই এমন হবে, আগে ব্লাড প্রেশার চেক করে নিতে হবে।
  • যাঁদের নাকের ভেতরটা শুকিয়ে যায় বা ময়লা জমে, তারা খোঁচাখুঁচি না করে দিনে তিন-চার বার নরসল ড্রপ চার/পাঁচ ফোঁটা করে উভয় নাকের ছিদ্রে দিয়ে অথবা ভ্যাসেলিন ব্যবহার করে নাক আর্দ্র রাখতে পারেন।

যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে চলে যাবেন।

Link copied!