• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

লিভারের ক্ষতি করে করোনাভাইরাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০৩:২৯ পিএম
লিভারের ক্ষতি করে করোনাভাইরাস

প্রায় দুই বছর ধরে করোনাভাইরাসের মহামারিতে গোটা বিশ্বের অবস্থা শঙ্কটময়। বিশ্বজুড়ে সবাই আতঙ্কিত। করোনায় আক্রান্ত হলে রোগীর শারীরিক অবস্থা বেশ নাজুক হয়ে পড়ে। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, করোনা সংক্রমণ লিভারের মারাত্মক ক্ষতি করছে।

করোনায় আক্রান্ত রোগীর ওপর গবেষণা করেছে ইউনিভার্সিটি অব টেনিসি। গবেষকরা জানান, করোনায় অক্সিজেন লেভেল কমে যায়। কারণ, এই ভাইরাস প্রথমে ফুসফুসেই আঘাত হানে। পরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। তবে লিভারের সবচেয়ে বেশি ক্ষতি হয়।

গবেষণা শেষে বিজ্ঞানীরা বলেন, করোনায় আক্রান্ত ১১ শতাংশ রোগীর লিভার-সংক্রান্ত সমস্যা দেখা দিচ্ছে। করোনায় আক্রান্ত হলে লিভার এনজাইম বেড়ে যায়। এ ক্ষেত্রে এএলটি এবং এএসটি-এই দুই ধরনের এনজাইমই বেড়ে যাচ্ছে। এই কারণে রোগীর লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে। লিভার বড় হয়ে যাওয়া, জন্ডিসের মতো গুরুতর সমস্যাও হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই এই সমস্যা বোঝা যায় না। কোনো লক্ষণও থাকে না। তাই পরীক্ষা করেই তা নিশ্চিত করতে হয়।

বিজ্ঞানীরা আরও জানান, গবেষণায় দেখা গেছে লিভার ডিজিজে আক্রান্তরা করোনাভাইরাসে  বেশি আক্রান্ত হচ্ছে। লিভার সিরোসিস, ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্তদের করোনা বেশি হয়। এসব রোগীর প্রাণহানিরও শঙ্কা থাকে।

 

সূত্র: দ্য ওয়াল

Link copied!