• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
বিশ্ব যক্ষ্মা দিবস

যক্ষ্মা নিয়ে যেসব ভুল ধারণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০২:৩৪ পিএম
যক্ষ্মা নিয়ে যেসব ভুল ধারণা

Tuberculosis: 'Invest to End TB. Save Lives.' অর্থাত্ ‘বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪ মার্চ বৃহস্পতিবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস। যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো, এটি নির্মূলে করণীয় এবং এই রোগ নিয়ে ভ্রান্ত ধারণাগুলো দূর করতেই দিবসটি পালিত হয়।

বিশেষজ্ঞরা জানান, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের কারণে যক্ষ্মা রোগ হয়। এই রোগ ফুসফুসসহ মস্তিষ্ক, কিডনি, অন্ত্রে প্রভাব ফেলে। এমনকি এটি দেহের হাড়েরও ক্ষতি করে। সাধারণত যক্ষ্মা রোগের পেছনে বেশ কয়েকটি কারণ দায়ী। দীর্ঘক্ষণ না খেয়ে থাকা, অপর্যাপ্ত ঘুম, মানসিক চাপ বেড়ে যাওয়া এবং অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে এই রোগ হতে পারে। তবে এই রোগ নিয়ে মানুষের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। যা নিয়ে সচেতনতা জরুরি।

শুধুই ফুসফুসের রোগ যক্ষ্মা

যক্ষ্মা রোগটি ফুসফুস থেকে শুরু হয়। কিন্তু তা দেহের অন্যান্য অংশেও প্রভাব ফেলে। এমনকি একেক জনের দেহে এই রোগের লক্ষণ এবং উপসর্গও আলাদা হতে পারে। দেহের অন্যান্য অংশে যে যক্ষ্মা হয় সেটাই এক্সট্রাপালমোনারি টিউবারকুলোসিস। সময়মতো এই রোগের চিকিৎসা করে নিন। অন্যথায় দেহের কার্যক্ষমতাকে অকেজো করে দিতে পারে এই রোগ।

জেনেটিক রোগ যক্ষ্মা

যক্ষ্মা জেনেটিক রোগ, এটি অনেকেরই ধারণা। কিন্তু যক্ষ্মা কোনো জেনেটিক রোগ নয়। যেকোনও সময় যে কেউ এই রোগে সংক্রমিত হতে পারে। মাইকোব্যাকটেরিয়াম যক্ষ্মা ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়। এজন্য দ্রুত চিকিৎসার প্রয়োজন। ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট এই রোগ দ্রুত শরীরের ক্ষতি করে।

ধূমপানে যক্ষ্মা হয়

ধূমপান করলেই যক্ষ্মা হয়, না করলে হয় না-এটাও ভুল ধারণা। ধূমপানই যক্ষ্মার একমাত্র কারণ নয়। এইচআইভি, ডায়াবেটিস কিংবা কিডনি রোগ থেকেও যক্ষ্মা হয়। এছাড়াও আরও কারণ রয়েছে।

যক্ষ্মার কোনও চিকিৎসা নেই

যক্ষ্মা রোগের কোনো চিকিৎসা নেই-এটিও ভুল ধারণা। যক্ষ্মা প্রাথমিক পর্যায়ে নির্ণয় হলে তা চিকিৎসার মাধ্যমে নির্মূল করা সম্ভব। ভালো চিকিৎসায় দীর্ঘদিনের যক্ষ্মাও ভালো হয়ে যায়।

টিকা নিলে যক্ষ্মা হবে না

জন্মের পরই এখন বিসিজি-এর টিকা দেওয়া হয় শিশুদের। এই টিকা নিলে যক্ষ্মা সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। এটাও ঠিক ধারণা হয়। প্রাপ্তবয়স্করা এই টিকায় সুরক্ষিত নাও হতে পারে। জীবনযাত্রার অবস্থা কিংবা ভাইরাসজনিত কারণে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরও যক্ষ্মার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

Link copied!