• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬
গবেষণা

মানুষের গড় আয়ু ১৫০ বছর!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২১, ০৩:১৩ পিএম
মানুষের গড় আয়ু ১৫০ বছর!

যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের গড় আয়ুও পরিবর্তন হয়েছে। সময়ের সঙ্গে কমছে আয়ু। অল্প বয়সেই অনেকে মৃত্যুর পথে পাড়ি দিচ্ছে। তবে সুস্থ পরিবেশে জীবনযাপনে মানুষের গড় আয়ু বাড়তে পারে বলে জানিয়েছেন গবেষকরা। গবেষকরা জানান, পরিবেশদূষণের ফলে মানুষের জীবন ঝুঁকিতে থাকে। সুস্থ পরিবেশে মানুষ ১৩০ বছর পর্যন্ত বাঁচতে পারে। এমনকি অনেক সুস্থ মানুষের গড় আয়ু ১৫০ বছর পর্যন্তও হয়।

সম্প্রতি ‘রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স জার্নালে’ এ-সংক্রান্ত একটি গবেষণা  প্রকাশ করেছে। সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত লসনের সুইস ফেডেরাল ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানীরা এই গবেষণাটি করেন।

গবেষণায় ‘সুপার সেন্টিনারিয়ান’ (বয়স ১১০ বা তার বেশি) ও ‘সেমি-সুপার সেন্টিনারিয়ান’ (বয়স ১০৫ বা তার বেশি) এই দুই ধরনের মানুষের ডেটা বিশ্লেষণ করা হয়। ১৩টি দেশের ১০৫ এবং ১১০ বছরের বেশি বয়সী এমন ১ হাজারের বেশি পুরুষ-নারীসহ বিভিন্ন বয়সীদের আযুষ্কালসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়।

গবেষণায় দেখা যায়, মানুষের আয়ুর কোনো ঊর্ধ্বসীমা নেই। পরিবেশদূষণের ফলে মানুষের জীবনের ঝুঁকি বাড়ে। এরপর গড় আয়ু কমতে শুরু করেছে। তবে মানুষের আয়ুষ্কালের কোনো পরিবর্তন হয়নি। মানুষ সুস্থ পরিবেশে চাইলে ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে।

গবেষকদের পরামর্শ, ৪০ বছরের পর থেকেই জীবনযাপনকে সঠিকভাবে চালিয়ে নিতে হয়। তবে দীর্ঘায়ু হওয়া যায়।

 

সূত্র: সিএনএন

Link copied!