• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

নাজাল স্প্রে রোধ করবে করোনা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২, ০৩:৩৪ পিএম
নাজাল স্প্রে রোধ করবে করোনা!

করোনার নতুন ভ্যারিয়েন্টে ওমিক্রন আতঙ্কে রয়েছে পুরো বিশ্ব। হু হু করে বাড়ছে সংক্রমণ। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার বিধিনিষেধ জারি হয়েছে। এর মধ্যেই চলছে টিকা কার্যক্রম। টিকার পাশাপাশি বিভিন্ন ওষুধ আবিষ্কারের চেষ্টাও করছেন বিজ্ঞানীরা।

একদল বিশেষজ্ঞের দাবি, এবার করোনা সংক্রমণের পেছনে রয়েছে ওমিক্রন। এই ভাইরাস অত্যন্ত সংক্রামক।

করোনা প্রতিরোধে বিজ্ঞানীরা সম্প্রতি নাজাল স্প্রে আবিষ্কার করেছেন। যার মাধ্যমে করোনাভাইরাস দূর করা সম্ভব বলে দাবি করেছেন গবেষকরা।

ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয় একদল বিজ্ঞানী এই নাজাল স্প্রেতে থাকা উপাদান তৈরি করেছেন। তাদের দাবি, এটি করোনা সংক্রমণ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত সুরক্ষা দিতে পারে। এ ক্ষেত্রে নিষ্ক্রিয় করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন দিয়ে তৈরি হয়েছে এই মলিকিউল।

সিএনএন প্রতিবেদনে জানায়, ট্রাইএসবি৯২- নামক এই উপাদানটি ইতোমধ্যে পশুর ওপর পরীক্ষা করা হয়েছে। এ ক্ষেত্রে মিলছে ৮ ঘণ্টা পর্যন্ত সুরক্ষা। টিকার ক্ষেত্রে যেমন ইমিউনিটি তৈরি হতে সময় লাগে। এটির ক্ষেত্রে এমনটা হচ্ছে না।

গবেষকরা জানান, প্রাণীর ক্ষেত্রে ট্রাইএসবি৯২ করোনা সংক্রমণের হাত থেকে বাঁচাচ্ছে। এটি  সব ধরনের করোনাভাইরাসের বিরুদ্ধেই কাজ করবে। আধুনিক পদ্ধতিতে এই নাজাল স্প্রে তৈরি করা হয়েছে। এটি করোনা সংক্রমণ রোধে বিরাট হাতিয়ার হতে পারে বলে আশা করা হচ্ছে।

তবে এই স্প্রে কোনোভাবেই টিকার বিকল্প হতে পারবে না বলেও জানান গবেষকরা। পাশাপাশি সুরক্ষার জন্য় স্বাস্থ্যবিধি মানতে হবে, সার্জিক্যাল মাস্কে পরতে হবে, বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে বলেও জানান বিশেষজ্ঞরা।

Link copied!