দেশ তথা বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। কোভিড থেকে বাঁচতে বিশেষজ্ঞরা বারবার বলছেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার দিকে নজর দিতে। কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তো তাৎক্ষণিক ভাবে বৃদ্ধি করা সম্ভব নয়। এর জন্য বড় ভূমিকা পালন করে খাদ্যাভ্যাস। নিয়মিত পুষ্টিকর খাবার খেলে শরীরে ইমিউন সিস্টেম শক্তিশালী হয়।
তবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার কিছু গুরুত্বপূর্ণ উপাদান আমাদের রান্নাঘরেই আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণভাবে কাজে আসতে পারে গোলমরিচ। গোলমরিচে যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে। এতে প্রচুর ভিটামিন ‘এ’ ও ক্যালসিয়াম রয়েছে। তাছাড়া খাদ্যোপযোগী গোল মরিচে প্রোটিন ফ্যাট, শকর্রা, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রণ ও ভিটামিন ‘বি’ রয়েছে।
চলুন জেনে নেয়া যাক করোনা স্ফীতি রোধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গোলমরিচ কীভাবে ভূমিকা রাখে, সে সম্পর্কে-
প্রদাহ ও বার্ধক্যজনিত সমস্যার সমাধান
গোলমরিচে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট। গোলমরিচ উপস্থিত একটি উপাদান হল পিপেরাইন। এই উপাদানগুলি বিভিন্ন রকমের প্রদাহ ও বার্ধক্যজনিত নানা রকম সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
অ্যালার্জিজনিত প্রদাহ থেকে মুক্তি
বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদি রোগ ও অ্যালার্জিজনিত প্রদাহ থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে পিপেরাইন। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে হাঁপানি এবং জ্বরের পথ্য হিসেবেও ব্যবহৃত হতো গোলমরিচ।
শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে
বিশেষজ্ঞদের মতে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে গোলমরিচ। বিশেষত অতিরিক্ত ওজন যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটি সাহায্য করতে পারে বলেই মত তাঁদের।
কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণ করে
উচ্চ কোলেস্টেরল শরীরে নানা বিপদ ডেকে আনে। গবেষণা বলছে, মরিচের গুঁড়ো খাবারের তালিকায় থাকলে বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদানের শোষণ বৃদ্ধি পায়। হ্রাস পায় রক্তের এলডিএল বা খারাপ কোলেস্টেরলের পরিমাণও।
ক্যানসার প্রতিরোধে সাহায্য করে
আধুনিক গবেষণা অনুযায়ী ক্যানসার প্রতিরোধেও গোল মরিচের ভূমিকা রয়েছে বলে মত গবেষকদের একাংশের। স্তন ক্যানসার, প্রস্টেট ক্যানসার ও অন্ত্রের ক্যানসারে গোলমরিচ আলো দেখাতে পারে বলে আশা করছেন গবেষকরা।
সব মিলিয়ে রোগ জীবাণুর বিরুদ্ধে শরীরকে রক্ষা করতে অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে গোলমরিচ। এমনিতেই স্বাদ বৃদ্ধির জন্য বিভিন্ন খাবারে গোল মরিচের গুঁড়ো ছড়িয়ে দেওয়ার প্রচলন রয়েছে। চাইলে চা বা অন্য কোনও উষ্ণ পানীয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন গোলমরিচ।
সূত্র: আনন্দবাজার