এই গরমে প্রস্রাবে সংক্রমণ সমস্যায় কমবেশি সবাই ভুগে থাকেন। এর প্রধান কারণ হলো পানিশূন্যতা। গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে পানি বের হয়ে যায়। আর এ সময় যদি পর্যাপ্ত পানি পান করা না হয় তাহলে প্রস্রাবে জ্বালাপোড়া হওয়াটাই স্বাভাবিক। পানি অভাবজনিত কারণে এভাবেই বেড়ে যায় প্রস্রাবে সংক্রমণ কিংবা ইউরিন ইনফেকশনের সমস্যা।
নারীদের তুলনায় পুরুষদের ক্ষেত্রে প্রস্রাবে সংক্রমণের হার বেশি। প্রস্রাবের সংক্রমণে কিছু লক্ষণ দেখা যায়। যেমন প্রস্রাবে জ্বালাপোড়া, ঘনঘন প্রস্রাবের বেগ, প্রস্রাবের রং লালচে, প্রস্রাবের সঙ্গে রক্ত, দুর্গন্ধযুক্ত প্রস্রাব, নারীদের গোপনাঙ্গে ব্যথা, পুরুষদের মলদ্বারে ব্যথা ইত্যাদি।
তবে অবস্থা সংকটাপন্ন হলে আরও কিছু লক্ষণ দেখা দেয়। যেমন পেট ও কোমরের মাঝামাঝিতে ব্যথা অনুভব করা, শীত লাগা বা জ্বর, বমি বমি ভাব ইত্যাদি।
এসব লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ইউরিন টেস্ট ছাড়াও ইউরিন কালচার, আলট্রাসাউন্ড স্ক্যান কিংবা এক্স-রেও করতে হতে পারে। এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনেই ওষুধ খান। তবে এর পাশাপাশি কয়েকটি ঘরোয়া প্রতিকারেও মিলতে পারে উপশম।
চলুন জেনে নিই প্রস্রাবে সংক্রমণ থেকে বাঁচার উপায়
বেশি বেশি পানি পান করুন
প্রস্রাবে সংক্রমণ হলে অবশ্যই পানি খাওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে। প্রস্রাবে হলুদ ভাব দেখা দিলে দেরি না করে দিনে অন্তত আড়াই লিটার পানি খাওয়ার অভ্যাস করুন। সাধারণত প্রতি ৪-৫ ঘণ্টা পর পর প্রস্রাব হওয়া উচিত। এর চেয়ে প্রস্রাব বেশি দেরিতে হলে পানির পরিমাণ আরও বাড়াতে হবে পারে। খুব বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখবেন না, এতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে।
ভিটামিন সি জাতীয় খাবার খান
ইউটিআইয়ের রোগীরা অবশ্যই খাদ্যতালিকায় ভিটামিন সি রাখবেন। এতে প্রস্রাবের জ্বালাপোড়া কমবে। এছাড়া ভিটামিন সি ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে।
আনারস খেলে মিলবে উপকার
আনারস খেলে মিলবে আরও উপকারিতা। কারণ এই ফলে আছে ব্রোমেলাইন নামক একটি উপকারী উৎসেচক। গবেষণায় দেখা গেছে, ইউটিআইয়ে আক্রান্ত রোগীদের সাধারণত ব্রোমেলাইন সমৃদ্ধ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। তাই ইউরিন ইনফেকশন হলে প্রতিদিন আনারসের রসও খাওয়া যেতে পারে। ক্র্যানবেরির রসও এই সমস্যা সমধানে বেশ উপকারী।
টক দই খেলে মিলবে উপশম
এ সময় প্রোবায়োটিক জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়া উচিত। কারণ এই খাবার অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায়। ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয় ও সংক্রমণ কমায়। টক দই প্রোবায়োটিকের ভালো উৎস।
বেকিং সোডা প্রস্রাবের জ্বালাপোড়া কমাবে
গবেষণায় দেখা গেছে, বেকিং সোডা দ্রুত মূত্রনালির সংক্রমণ সারিয়ে তুলতে সাহায্য করে। এজন্য আধা চামচ বেকিং সোডা এক গ্লাস পানিতে ভালো করে মিশিয়ে দিনে এক বার খেলেই প্রস্রাবের জ্বালা বা ব্যথা কমে যেতে পারে। তবে বেশি মাত্রায় বেকিং সোডা শরীরের ক্ষতি করতে পারে।
সূত্র: হেলথলাইন/মেডিকেল নিউজ টুডে