• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শরীরের যেসব রোগে চুল পড়া বাড়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৫:৪৭ পিএম
শরীরের যেসব রোগে চুল পড়া বাড়ে

ঋতু পরিবর্তনের সময় চুল পড়া বেড়ে যায়। কিন্তু শুধু ঋতুগত কারণ নয়, শারীরিক সমস্যার কারণেও সারাবছর চুল পড়ে। সবার একটাই প্রশ্ন, কেন এতো চুল পড়ছে? রূপচর্চা করে, পার্লারে ট্রিটমেন্ট নিয়ে, স্টাইলিং কীট কিংবা কেমিক্যাল মিশ্রিত শ্যাম্পু কন্ডিশনার ব্যবহারের পরও চুল পড়া কমে না। এই চুল পড়ার কারণ শরীরের ভেতর থেকেও হতে পারে।  মানে শরীরের কোনো রোগের কারণে চুল পড়া বেড়ে যায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা জানান, শরীরের অভ্যন্তরীণ মেটাবোলিজম ঘাটতি থেকে শুরু করে হরমোনাল ইমব্যালেন্সের সঙ্গে চুল পড়ার সমস্যা জড়িত রয়েছে। তবে ৫টি বিশেষ শারীরিক অসুবিধা থাকলেই চুল পড়া বেড়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতানুসারে শরীরের যেসব সমস্যার কারণে চুল পড়া বেড়ে যেতে পারে তা জানাব আজকের আয়োজনে_

হিমোগ্লোবিনের ঘাটতি

রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি থাকলে চুল পড়া বেড়ে যেতে পারে। কারণ হিমোগ্লোবিন কম  থাকলে মস্তিষ্কের কোষগুলোকে পুষ্টি দিতে পারে না। ফলেই এটি থেকে চুলের গোড়া নরম হয়ে যায়। সে কারণেই চুল পড়া বেড়ে যায়।

থাইরয়েড সমস্যা

অধিকাংশ নারীদেরই থাইরয়েডের সমস্যা রয়েছে। তখনই চুল পড়াও বেড়ে যায়। থাইরয়েড সমস্যা চুল পড়া জটিল আকার ধারণ করে। মুঠো ভরে চুল উঠে। থাইরয়েড নিরাময়ে যে ওষুধ খাওয়া হয় তা থেকে চুল পড়া আরও বাড়তে পারে।

অনিদ্রা

রাতে ঘুম কম হলে বা অনিদ্রার সমস্যা থেকে চুল পড়া বেড়ে যায়। সঠিক ভাবে ঘুম না হলে সেরেটোনিন ক্ষরণ হয় না। তখনই চুল পড়া শুরু হবে। ধীরে ধীরে এই সমস্যা বাড়তেই থাকবে।

ভিটামিনের অভাব

শরীরে প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি থাকলেও চুল পড়া বেড়ে যায়। শরীরে যদি ভিটামিন ডি, ভিটামিন এ এবং বায়োটিন তথা প্রোটিন কম থাকে তখন চোখের সমস্যা, চুলের সমস্যা বাড়বে।এছাড়াও শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম না থাকলেও চুল পড়া বেড়ে যাবে।

পিসিওএস সমস্যা

পিসিওএস সমস্যা এখন সব বয়সী নারীদেরই হয়। এই রোগে শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এর মধ্যে চুল পড়ার সমস্যা অন্যতম। পিসিওএস রোগের চিকিৎসায় খাওয়া ওষুধ থেকেও চুল পড়ার সমস্যা বাড়তে পারে।

Link copied!