• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

আঁচিল দূর হবে আমপাতায়!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ১১:০৪ এএম
আঁচিল দূর হবে আমপাতায়!

আঁচিল শরীরে মাংসল বর্ধিত ছোট ছোট কালো বা বাদামি কিছু অংশ। যা কখনো ব্যথা করে না। চুলকায় না। গোলাকার বা লম্বাটে আকৃতির হয় আঁচিল। যা শরীরের চামড়ার সঙ্গে লেগে থাকে। বিশেষজ্ঞরা জানান, আঁচিল এক ধরণের বিনাইন টিউমার। এসব টিউমার ক্যানসারের সৃষ্টি করে না। আঁচিলকে ননক্যানসারাসও বলা যেতে পারে। মেডিকেল ভাষায় আঁচিলের কয়েকটি নাম রয়েছে। এগুলো হলো- অ্যাক্রোচর্দন, ফাইব্রোথলিয়া পলিপ, কিউটানাম পাপিলমা ও সফট ফাইব্রোমা।

অনেকে তো শরীরের আঁচিলের উপস্থিতি বুঝতেই পারেন না। যখন চোখ পড়বে তখনই বুঝবে তার আঁচিল হয়েছে। সাধারণত মধ্য বয়সের পর নারী-পুরুষ উভয়ের শরীরে আঁচিল হতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর সংখ্যাও বাড়তে পারে।

শরীরের যেকোনো স্থানেই হতে পারে আঁচিল। ঘাড়ে, বগলে, কুঁচকিতে, বুকের উপরে, পেটের দিকে আঁচিল হতে পারে। মুখেও আঁচিল হয়। অনেকের তো চোখের পাতায়ও আঁচিল হয়।

আঁচিল কেন হয়

বিশেষজ্ঞরা জানান, শরীরের ভাঁজে ভাঁজে অর্থাৎ যেখানে ত্বকে-ত্বকে অথবা কাপড়ের মাধ্যমে চামড়ায় ঘর্ষণ সৃষ্টি হয়, সেসব স্থানেই আঁচিল হয়। এছাড়াও যেসব মানুষের ওজন তুলনামূলক বেশি এবং যারা স্থুলকায় তাদেরও আঁচিল হতে পারে।

অন্যদিকে যাদের টাইপ-২ ডায়াবেটিস রয়েছে তাদের আঁচিল অন্যদের চেয়ে বেশি হয়। আঁচিলের সঙ্গে ইনসুলিন নামক হরমোনের সম্পর্ক রয়েছে। তাই রক্তে সুগার লেভেল বেশি থাকলেও আঁচিল বাড়ে।

গর্ভবতীদের শরীরেও ১৩-২৭ সপ্তাহের পর্যন্ত সেকেন্ড ট্রাইমেস্টারে আঁচিল হতে পারে। এছাড়াও বংশগত কারণেও আঁচিল হতে পারে। পরিবারের অন্য সদস্যদের শরীরে আঁচিল থাকলে, বিশেষ করে মা-বাবার শরীরে আঁচিল থাকলে সন্তানের শরীরেও তা হতে পারে।

আঁচিল অপসারণে আমপাতা

আঁচিল শরীরে তেমন কোনো ক্ষতি করে না। তবে সৌন্দর্যগত কারণে আঁচিল অপসারণ করেন অনেকে। বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয় আঁচিল অপসারণে। কেউ ঘরোয়াভাবে চেষ্টা করেন, কেউ ওষুধের মাধ্যমে অপসারণ করে থাকেন। তবে আমপাতা দিয়েও আপনি আঁচিল থেকে মুক্তি পেতে পারেন। কীভাবে জানেন?

আয়ুর্বেদ শাস্ত্রে আমপাতার অনেক উপকারিতা রয়েছে। এতে ভিটামিন, এনজাইম, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ উপাদান থাকে। যা আঁচিল নিরাময়ে আমপাতা খুব কার্যকর।

কচি আমপাতা দিয়ে কীভাবে আঁচিল অপসারণ হবে?

কচি আমপাতা দিয়ে আঁচিল অপসারণ হবে সহজেই। প্রথমে কিছু কচি আমপাতা পুড়িয়ে কালো করে নিন। এবার পোড়া আমপাতাগুলো গুঁড়া করে নিন। সেই গুঁড়াতে সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি আঁচিলে লাগিয়ে নিন। ফলাফল পেতে কয়েকবার ব্যবহার করুন। দেখবেন দ্রুত আঁচিল অপসারণ হয়ে যাবে।

Link copied!