• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

৭৭৬ কোটি টাকার সম্পত্তির মালিক ঐশ্বরিয়া!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩১, ২০২২, ০৪:১৪ পিএম
৭৭৬ কোটি টাকার সম্পত্তির মালিক ঐশ্বরিয়া!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন সম্প্রতি কান চলচ্চিত্র উৎসব থেকে ভারতে ফিরেছেন। স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যা বচ্চনকে সঙ্গে নিয়ে ফ্রান্সের এবারের আসরে পাড়ি দিয়েছিলেন এই অভিনেত্রী। 

বলিউড সিনেমায় ঐশ্বরিয়ার উপস্থিতি এখন খুব একটা দেখা যায় না। তবুও জনপ্রিয়তায় কোনও  ঘাটতি হয়নি। কান উৎসবের রেড কার্পেটে তার উপস্থিতি এরই প্রমাণ দিয়েছে। ঐশ্বরিয়ার রূপ আর পোশাকের ঝলসানিতে আলোকিত হয়ে উঠে কানের রেডকার্পেট। উৎসব প্রাঙ্গন মুখর ছিল ভক্তদের কড়তালিতে।

শুরু রূপে নয়, গুণেও অনন্য এই অভিনেত্রী। সিনেমায় অভিনয় করে প্রশংসার পাশাপাশি আয়ও করেছেন অনেক। তবে সিনেমাকেন্দ্রিক হয়েই তার আয়ের উত্স থেমে থাকেনি। আরও  বহুভাবেই অর্থ উপার্জন করেন সাবেক এই বিশ্বসুন্দরী।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানা যায়, বলিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের মধ্যে অন্যতম ঐশ্বরিয়া রাই বচ্চন। সিনেমার পাশাপাশি সমাজকল্যাণমূলক বহু কাজে জড়িত তিনি। ব্যবসার ক্ষেত্রেও তিনি পিছিয়ে নেই। বেঙ্গালুরুর একটি স্টার্টআপ সংস্থার জন্য এক কোটি টাকা বিনিয়োগ করেন এই অভিনেত্রী।

বেঙ্গালুরুরের এই স্টার্টআপ সংস্থাটির মাধ্যমে পরিবেশগত বিভিন্ন উপাদান পরিমাপ করা হয়। এছাড়াও পুষ্টিকর উপাদান প্রস্তুতকারী এক স্টার্টআপ সংস্থাতেও ৫ কোটি টাকা বিনিয়োগ করেছেন ঐশ্বরিয়া।

সংশ্লিস্ট সূত্রে বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানায়, মহারাষ্ট্রের একটি বায়ুশক্তি প্রকল্পের জন্য বছরখানের আগে বিপুল অর্থদান করেন ঐশ্বরিয়া। যা থেকে তিনি নির্দিষ্ট পরিমাণ অর্থও পেয়েছেন।

বলিউড সিনেমার মতো ঐশ্বরিয়া অর্থ আয়ের দিকেও রাজত্ব করছেন। সিনেমা প্রতি তিনি ১০ থেকে ১২ কোটি টাকা আয় করেন। জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞাপনে কাজ করতে ৮০ থেকে ৯০ কোটি টাকা নেন ঐশ্বরিয়া। বিজ্ঞাপন ও ব্যক্তিগত বিনিয়োগের মাধ্যমেই বর্তমানে তিনি  অধিক অর্থ উপার্জন করছেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঐশ্বরিয়া রাই বচ্চন। পাশাপাশি  দেশের সবচেয়ে বেশি আয়কর প্রদানকারীও তিনি। 

মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’তে বচ্চন পরিবারের সঙ্গেই থাকেন ঐশ্বরিয়া। তবে স্বামীর সঙ্গে যৌথভাবে দুবাইয়ে প্রাসাদের মতো একটি ভিলা এবং মুম্বাইয়ে বান্দ্রার কাছে ২১ কোটি টাকা খরচ করে একটি বাড়িও কিনেছেন ঐশ্বরিয়া।

বাড়ির সঙ্গে দামি গাড়িও কিনেছেন এই অভিনেত্রী। তার কালেকশনে রয়েছে মার্সিডিজ বেঞ্জ, অডি, লেক্সাসের মত মহার্ঘ গাড়িও।

২০০৪ সালে ‘ঐশ্বর্যা রাই ফাউন্ডেশন’ চালু করেন। ভারতের দুঃস্থ, বিশেষত গ্রামীণ অঞ্চলের দরিদ্রদের আর্থিক সাহায্য দেওয়া হয় এই ফাউন্ডেশন থেকে।

Link copied!