• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

সিনেমা ছেড়ে কৃষিকাজ করবেন মালেক আফসারী!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২২, ১২:৫৯ পিএম
সিনেমা ছেড়ে কৃষিকাজ করবেন মালেক আফসারী!

ঢালিউডের একজন খ্যাতিমান পরিচালক মালেক আফসারী। যদিও তার নামের সঙ্গে বর্তমানে জুড়ে গেছে ইউটিউবার শব্দটি। কারণ, তাকে এখন পরিচালনার চেয়ে বেশি ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে দেখা যায়।

মালেক আফসারী সম্প্রতি নতুন সিনেমা তৈরি করার ঘোষণা দেন। তবে এই ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি জানান, এটি তার শেষ সিনেমা। সিনেমার নাম ও কলাকুশলী এখনো ঠিক করেননি। সবকিছু ঈদের পর জানানোর কথা বলেন।

মালেক বলেন, ‘‘প্রত্যেক মানুষের তো এক জীবনে স্বপ্ন থাকে আমার সেই রকমের স্বপ্ন ছিল, এক জীবনে ২৫টা সিনেমা বানাব। আমার ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। এই বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং করব। সেভাবে প্রস্তুতি নিচ্ছি। এই ছবির মাধ্যমে আমার চলচ্চিত্র জীবনের ইতি টানবো। জীবনে কখনো ছবি তৈরি করব না। ২৫ নম্বর সিনেমাটিই হতে যাচ্ছে আমার পরিচালক জীবনের শেষ সিনেমা।’’

পরিচালক আরও বলেন, ‘‘এই সিনেমার কাজ শেষ করে নোয়াখালীতে আমার গ্রামের বাড়ি ফিরে যাব। সেখানে বাকি জীবন কাটাব। কৃষিকাজ করব। কৃষক হিসেবে জীবন-যাপন করব। সেই পরিকল্পনাই করেছি। তা ছাড়া আমি কয়েকদিন আগে নোয়াখালী একটা বাড়ি তৈরির কাজ শুরু করেছি। দোয়া করবেন। যেন আমার আশা পূরণ হয়।’’

সবার কাছে ব্যবসাসফল সিনেমার পরিচালক হিসেবে সমাদৃত মালেক আফসারী। সেই সঙ্গে ‘কপি সিনেমা’ নির্মাণের জন্যও পরিচিত। তিনি নিজেও দাবি করেন, তার প্রায় সব সিনেমাই কোনো না কোনো সিনেমার নকল। এবারেরটি কী হবে? উত্তরে মালেক বলেন, ‘‘জীবনের শেষ সিনেমা আমার। এটি মৌলিক গল্প নিয়েই তৈরি করব।’’

তিনি জানান, তার নতুন সিনেমার চিত্রনাট্য লিখছেন আব্দুল্লাহ জহির বাবু। বিভিন্ন সিনেমা নকল করে চিত্রনাট্য তৈরিতে যার নাম-বদনাম দুই-ই আছে।

মালেক আফসারী চলচ্চিত্রে নাম লেখান সহকারী পরিচালক হিসেবে। তারপর ‘ঘরের বউ’ ছবি পরিচালনার মাধ্যমে প্রধান পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তারপর একের পর হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। নানা প্রজন্মের তারকারা তার সিনেমায় কাজ করে সাফল্য পেয়েছেন।

Link copied!