বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুললেন নার্গিস ফাখরি। জানালেন, পরিচালকদের শয্যাসঙ্গী হতে পারিনি বলে একাধিক সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। সেকারণে তার বলিউড ক্যারিয়ার সেভাবে দাঁড়ায়নি।
নার্গিস জানান, নগ্ন হওয়া কিংবা পরিচলকের সঙ্গে বিছানায় যাওয়ার মতো একাধিক প্রস্তাব এসেছিল তার কাছে। কিন্তু নৈতিকতার দিক বিবেচনা করে তিনি সেসব প্রস্তাবে সাড়া দেননি। আর এ কারণেই বহু সিনেমায় কাজের ডাক পেয়েও করা হয়নি তার।
তিনি বলেন, “আমি খ্যাতির জন্য পাগল নই। আমি নগ্ন হতে পারব না। কোনো পরিচালকের বিছানাসঙ্গীও হতে পারব না। এ কারণে অনেক সিনেমার কাজ হারিয়েছি আমি। এটা সত্যিই হৃদয়বিদারক। আমার একটা আদর্শ আছে। কিন্তু খারাপ লাগে এটা ভেবে যে, এসব করিনি বলে আমাকে বারবার সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে।”
তবে কোনো নির্মাতার নাম সরাসরি তিনি না বললেও একটি ম্যাগাজিনের বিষয়ে বিস্তারিত জানান তিনি। নার্গিস বলেন, “আমার ‘ম্যায় তেরা হিরো’ সিনেমার সাফল্যের পর প্লেবয় ম্যাগাজিনে মডেলিংয়ের জন্য ডাকা হয়। কিন্তু সেখানে অনৈতিক নানাধরনের প্রস্তাব দেওয়া হয় আমাকে। আমি জানতাম এই ম্যাগাজিনটি অনেক বিখ্যাত এবং প্রচুর টাকা দেবে। তবু আমি না করে দিয়েছিলাম।”
নার্গিস এখন বলউড থেকে দূরে। ২০২০ সালে ‘তরবাজ’ সিনেমায় সর্বশেষ তাকে দেখা গিয়েছিল। ২০১১ সালে রণবীর কাপুরের বিপরীতে ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এই সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পান নার্গিস।