• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

বিচ্ছেদ গুঞ্জনের ইতি টানলেন মাহি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২১, ২০২২, ১১:৪৫ এএম
বিচ্ছেদ গুঞ্জনের ইতি টানলেন মাহি

বেশ কয়েকদিন ধরে ঢালিউড পাড়া সরব হয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির নতুন সংসার ভাঙনের ইঙ্গিতে। মূলত মাহির একাধিক স্ট্যাটাস ঘিরেই এ গুঞ্জনের সূচনা হয়। যেখানে ঢালি নায়িকা দুঃখ-বিরহের অনুভূতি প্রকাশ করেন। নেট মাধ্যমে মাহির এসন স্ট্যাটাসে নেটিজেনদের মনে নানান প্রশ্ন জাগে। তবে সেই বিচ্ছেদ গুঞ্জনের ইতি টানলেন মাহি ও তার স্বামী রাকিব সরকার। 

শুক্রবার (২০ মে) একসঙ্গে ছবি শেয়ার করে জানালেন, তারা সুখেই আছেন। ছবিতে দেখা যায়, কালো পাঞ্জাবি পরেছেন রাকিব, আর মাহির পরনে কালো বোরকা। স্বামীর হাত ধরে, মাথায় মাথা ঠেকিয়ে রোম্যান্টিক ভঙ্গিমায় সেলফিবন্দি হয়েছেন মাহি।

ছবিটির ক্যাপশনে রাকিব সরকার লিখেছেন, ‘হ্যাপি ফ্রাইডে’। এর মাধ্যমেই উড়িয়ে দিলেন বিচ্ছেদ গুঞ্জন। বুঝিয়ে দিলেন ভালোবেসে যে ঘর তারা বেঁধেছেন, সে ঘর সুখেই আগলে রেখেছেন।

এর আগে সোমবার (১৬ মে) ফেসবুকে একটি ছবি শেয়ার দেন মাহি। সেটার ক্যাপশনে নায়িকা লেখেন, “প্রিয় মানুষটা, তুমি বরং সুখেই থাকো। কাছে না হয় বহু দূরে”। 

মাহির ওই ক্যাপশন থেকেই প্রশ্ন ওঠে, কাকে সুখে থাকার কথা বলছেন তিনি? তার কাছ থেকে দূরেই বা আছেন কে? স্বাভাবিকভাবেই ইঙ্গিত যায় রাকিব সরকারের দিকে। তবে দিন চারেক পর সব গুঞ্জনের আগুনে জল ঢেলে দিলেন এ দম্পতি।

মাহি এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন। ২০১৬ সালে বিয়ের পর প্রায় পাঁচ বছর সংসার করেছেন তারা। পরে ২০২১ সালের মে মাসে অপুর সঙ্গে বিচ্ছেদ এ ঢালিউড নায়িকার। এরপর সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি।

 

Link copied!