• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ জিতল দর্শক সেরা পুরস্কার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০১:৪৯ পিএম
ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ জিতল দর্শক সেরা পুরস্কার

ফান্সে অনুষ্ঠিত ভেসুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব এশিয়ান সিনেমাসে দর্শক ভোটে যৌথভাবে সেরা হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান'। ভেসুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ২৮তম আসর শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। আর শেষ হয় ৮ ফেব্রুয়ারি। গত মঙ্গলবার রাতে ঘোষণা করা হয়েছে পুরস্কারটি।

মোস্তফা সরয়ার ফারুকী এই প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘“নো ল্যান্ডস ম্যান’ আমার জন্য একটা স্পেশাল ছবি। ফলে সেটা যেকোনো স্বীকৃতি পেলেই আমি কৃতজ্ঞ বোধ করি। আর যখন সেটা ফেস্টিভ্যালের দর্শকদের ভোটে হয়, তখন নিশ্চয়ই অন্য রকম আনন্দ হয়।”

সিনেমাটি প্রদর্শনীর আগে দর্শক ও সাংবাদিকদের মুখোমুখি হতে হয়েছিল এই নির্মাতাকে। সেসব অভিজ্ঞতা ভাগাভাগি করে ফারুকী বলেন,‘‘দর্শকেরা সিনেমাটির ভেতরের অনেক সূক্ষ্ম বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। এই বিষয়গুলো যে তাদের মনোযোগ আকর্ষণ করতে পেরেছে, এটা আমার কাছে ইন্সপায়ারিং লেগেছে। আর প্রথম শোতে থাকতে পারিনি। পরে জেনেছি সিনেমাটি দেখে কিছু দর্শক আমাকে খুঁজেছেন। আমি অবাক হয়েছিলাম পরে শো শুরুর আগে। তখন জানলাম, আমি আসব জেনে প্রথম শো দেখা তিনজন প্রবীণ দর্শক আমার প্রশ্ন–উত্তর পর্ব দেখার জন্য দূর থেকে এসেছেন। এটা আমার জন্য আরও বেশি ইন্সপায়ারিং।”

অস্কারজয়ী সংগীত পরিচালক  এ আর রহমান ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমায় সংগীত পরিচালনা করেছেন। একইসঙ্গে তিনি সিনেমাটিতে সহপ্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন। ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, তাহসান খান, মেগান মিশেল, ঈশা চোপড়া, বিক্রম কোচার, কিরণ খোজে প্রমুখ।

এর আগে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অব আমেরিকা থেকে ‘নো ল্যান্ডস ম্যান’ স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট ফান্ড জিতেছিল। ইন্ডিয়ান ফিল্ম বাজার কো-প্রোডাকশন মার্কেটে বেস্ট প্রজেক্ট পুরস্কার পায়। বুসানের এশিয়ান প্রজেক্ট মার্কেটে জায়গা করে নিয়েছিল সিনেমাটি। 

Link copied!