• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রেক্ষাগৃহে ‘রাজামৌলির’ ৫০০ কোটির সিনেমা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৩:৫৪ পিএম
প্রেক্ষাগৃহে ‘রাজামৌলির’ ৫০০ কোটির সিনেমা!

নির্মাতা ‘এস এস রাজামৌলি’ মানেই ভিন্ন কিছু। বড় বাজেট, বিশাল সেট আর তারকাদের নিয়ে তার যতো কাজ। ‘বাহুবলী’ খ্যাত এই নির্মাতার নতুন সিনেমার নাম ‘আরআরআর’। ৫০০ কোটি রুপির বড় বাজেটের এই সিনেমাটি শুক্রবার (২৫ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

‘আরআরআর’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তারা দু’জনেই ৪৫ কোটি রুপি করে পারিশ্রমিক নিচ্ছেন বলে শোনা যায়। তাদের সঙ্গে আছেন বলিউড তারকা অজয় দেবগন ও আলিয়া ভাট।


  
প্রায় তিনবছর ধরে এই সিনেমার শুটিং হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার সূত্রে জানা যায়, এই সিনেমাটি বিশ্বজুড়ে সর্বাধিক হলে মুক্তি পেতে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় ৮ হাজার হলে মুক্তি দেওয়া হয়েছে। যার মধ্যে শুধুমাত্র হিন্দি ভাষায় সিনেমাটি ৩২০০ হলে মুক্তি পাচ্ছে। 

হিন্দি ভাষা ছাড়াও ভারতের দক্ষিণাঞ্চলের বড় অংশজুড়ে মুক্তি পেয়েছে ‘আরআরআর’। সেখানে প্রায় ৩ হাজার প্রেক্ষাগৃহে দেখা যাবে।


এছাড়াও, ভারতের বাইরে প্রায় ১৭৫০টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

ভারতীয় সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বাজেটের সিনেমা ‘আরআরআর’। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৩৬ কোটি রুপি। এর বাইরে রয়েছে শিল্পী-কলাকুশলীদের পারিশ্রমিক। সবমিলিয়ে সিনেমাটির ব্যয় ৫০০ কোটির বেশি বলে ধারণা করা হচ্ছে।

Link copied!