সালমান খান, বলিউডের রাজা বলা যায় তাকে। অন্যদিকে ভাইজান নামে বেশ পরিচিত এই নায়ক। সম্প্রতি তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এই আলোচনার কারণ বলিউড রাজাকে হত্যার নীল নকশা।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, গ্যাংস্টার দলের পরবর্তী লক্ষ্য ছিলেন ‘ভাইজান’। ‘শার্প শুটার’ দিয়ে সালমান খানকে প্রাণে মারার ছক কষেছিলেন মুসেওয়ালা-কাণ্ডে মূল অভিযুক্ত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনের তদন্তে পুলিশের হাতে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
পুলিশের দাবি, পরিকল্পনা মাফিক নায়কের ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্টে রেকিও চালিয়েছিলেন গ্যাংস্টাররা। তাদের কাছে তথ্য ছিল ভাইজান সকালে কোনো দেহরক্ষী ছাড়াই সাইকেল চালাতে যান। তাই নিয়োগ করা হয় শার্প শুটার। হকিস্টিকের মধ্যে ছোট্ট অস্ত্র লুকিয়ে সালমানের প্রাতঃভ্রমণের সময়ে তার ওপর চড়াও হওয়ার ছক কষা হয়। প্রাথমিক তদন্তে এমনটাই জেনেছে পুলিশ।
রোববার (৫ জুন) প্রাতঃভ্রমণের সময়ে একটি হুমকি-চিঠি পান সালমানের বাবা সেলিম খান। খান পরিবারের উদ্দেশে তাতে লেখা ছিল ‘মুসেওয়ালার মতো অবস্থা হবে’। তখন থেকেই বান্দ্রা পুলিশের সন্দেহ গিয়ে পড়েছিল গ্যাংস্টার লরেন্সের দিকে। এই মুহূর্তে তিহার জেলে বন্দি লরেন্স বিষ্ণোই।